Maoist Attack

বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন, ছত্তীসগঢ়ে পুলিশের চর সন্দেহে মাওবাদীদের নিশানায় গ্রামবাসী

উসুর থানা এলাকার পেরামপল্লি গ্রামে ৩৮ বছরের ওই গ্রামবাসীকে বাড়ি থেকে টেনে বার করে মাওবাদীরা ‘পুলিশের চর’ ঘোষণা করে। তার পরে তাঁকে কুপিয়ে খুন করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:৫৭
Maoists killed villager again in Bijapur district of Chhattisgarh in suspicion of spying for police

প্রতিনিধিত্বমূলক ছবি।

ছত্তীসগঢ়ের বিজাপুরে আবার ‘পুলিশের চর’ তকমা দিয়ে এক গ্রামবাসীকে খুন করল মাওবাদী জঙ্গিরা। উসুর থানা এলাকার পেরামপল্লি গ্রামে ৩৮ বছরের ওই গ্রামবাসীকে খুন করা হয় হলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পাঁচ জন সশস্ত্র মাওবাদী রাতে বাড়িতে ঢুকে টেনে-হিঁচড়ে বার করে ওই গ্রামবাসীকে কুপিয়ে খুন করে। তার আগে নিহতকে ‘পুলিশের চর’ বলে ঘোষণা করে তারা। প্রসঙ্গত গত ১৬ জুন বিজাপুর জেলাতেই তিন গ্রামবাসীকে ‘পুলিশের চর’ তকমা দিয়ে ফাঁসিতে লটকে খুন করেছিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। নিহতদের মধ্যে ১৩ বছরের এক বালকও ছিল!

যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের জেরে গত এক বছরে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের সাতটি জেলায় কোণঠাসা হয়ে পড়েছে মাওবাদীরা। মাওবাদী পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, চৈতন্য ভেঙ্কট রবি ওরফে অরুণা-সহ একাধিক নেতা-নেত্রী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। পিএলজিএ-র হাত থেকে বিস্তীর্ণ এলাকা পুনরুদ্ধারও করা হয়েছে। কিন্তু এখনও বস্তার ডিভিশনে ১৬ জন নেতা-নেত্রী-সহ পিএলজিএ-র বেশ কয়েকটি ‘দলম’ সক্রিয় বলে পুলিশের দাবি।

Advertisement
আরও পড়ুন