BSP

বিএসপি-তে প্রত্যাবর্তন আকাশের! ভাইপোকে দলের জাতীয় সমন্বয়কের পদ ফেরালেন মায়াবতী

আকাশ আনন্দকে বিএসপির মুখ্য জাতীয় সমন্বয়কের করা হয়েছে। এ ছাড়াও আরও তিন জনকে জাতীয় সমন্বয়ক হিসাবে বেছেছেন মায়াবতী। তাঁরা হলেন—রামজি গৌতম, রণধীর বেনিওয়াল এবং রাজা রাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৮:২২
Mayawati appoints nephew Akash Anand as party\\\\\\\\\\\\\\\'s chief national coordinator

ভাইপো আকাশ আনন্দের সঙ্গে বিএসপি প্রধান মায়াবতী। —ফাইল চিত্র।

ঠিক বছর খানেক আগে ঘটা ঘটনারই পুনরাবৃত্তি! আবার ভাইপো আকাশ আনন্দের উপর ভরসা রাখলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। মাস দুই আগেই ভাইপোকে শুধু দলের সব পদ থেকে নয়, বিএসপি থেকেই বিতাড়িত করেছিলেন তিনি। এ বার সেই আকাশকেই দায়িত্ব দেওয়া হল বিএসপির জাতীয় সমন্বয়কেরও! রবিবার দিল্লির লোধি রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্তরের এক বৈঠক ছিল। সেই বৈঠকেই আকাশের বিএসপি-তে প্রত্যপর্ণের বিষয়টি জানানো হয়।

Advertisement

দলে ফিরিয়ে এনেই ভাইপোর উপর গুরুত্বপূর্ণ দায়িত্বও দিলেন মায়াবতী। আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রচারের দায়িত্বে থাকবেন আকাশ। মায়াবতীর আশা, এ বার তাঁর ভাইপো দল এবং আন্দোলনের স্বার্থে সমস্ত রকম পদক্ষেপ করবেন। পাশাপাশি, বিএসপির আদর্শের ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবেন।

আকাশকে বিএসপির মুখ্য জাতীয় সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়াও আরও তিন জনকে জাতীয় সমন্বয়ক হিসাবে বেছেছেন মায়াবতী। তাঁরা হলেন—রামজি গৌতম, রণধীর বেনিওয়াল এবং রাজা রাম।

গত ৩ মার্চ বিএসপি থেকে আকাশকে বহিষ্কার করেছিলেন মায়াবতী। আর তার ঠিক এক দিন আগেই ভাইপোর দলের জাতীয় সমন্বয়কের পদও কেড়ে নেন তিনি। মাত্র ৪০ দিন পরেই আবার বিএসপিতে ফিরে আসেন আকাশ। গত ১৩ এপ্রিল জনসমক্ষে ক্ষমা চান তিনি। তার পরই তাঁকে দলে ফেরানোর ব্যাপারে সম্মত হন মায়াবতী। তবে তখন বিএসপি প্রধান সতর্কও করেছিলেন। তিনি যেন আর কারও দ্বারা প্রভাবিত না হয়, আকাশকে সেই কথা বলেছিলেন মায়াবতী।

২০২৩ সালে প্রথম বার আকাশকে জাতীয় সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন বিএসপি নেত্রী। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটপর্বের সময় হঠাৎই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় বিএসপির তরফে জানানো হয়েছিল, আকাশকে আরও ‘অভিজ্ঞতা অর্জনের সুযোগ’ দিতেই এই পদক্ষেপ। লোকসভা ভোট মেটার পরেই অবশ্য ভাইপোকে পদ ফিরিয়ে দিয়েছিলেন পিসি। মায়াবতী অতীতে আকাশকেই দলে তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। কিন্তু পদ ফিরিয়ে দেওয়ার পরে আর আকাশকে উত্তরসূরি ঘোষণা করেননি উত্তরপ্রদেশের প্রাক্তন দলিত মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের মার্চে আবার আকাশকে পদ এবং দল থেকে সরিয়ে দেন তিনি। মাস দুয়েক যেতে না যেতেই ভাইপোকে আবার দলেও নিলেন, পদেও বসালেন মায়াবতী।

Advertisement
আরও পড়ুন