প্রতীকী ছবি।
কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে খুন হল এক বাঙালি নাবালিকা। বাংলার পরিযায়ী শ্রমিকের ওই কন্যার প্লাস্টিকে মোড়া দেহ বুধবার নর্দমা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হোয়াইটফিল্ড থানা এলাকা থেকে ছ’বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। খুনের আগে ধর্ষণ বা যৌন নির্যাতন করা হয়েছে কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করানো হচ্ছে। সোমবার ওই পরিযায়ী শ্রমিক পরিবারের তরফে কন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছিল থানায়। মঙ্গলবার ভোরে নাল্লুরহাল্লিতে টেম্পল রোডের নর্দমা থেকে দেহের সন্ধান মেলে।
নাবালিকার গলায় প্লাস্টিকের দড়ির ফাঁস আটকানো ছিল। তবে শরীরের অন্য কোথাও বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। গলায় প্লাস্টিকের দড়ির ফাঁস লাগিয়ে, শ্বাসরোধ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। প্রাথমিত তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে আর একটি পরিযায়ী বাঙালি পরিবারের গন্ডগোল চলছিল। তারই জেরে এই খুন কি না, তা জানার চেষ্টা চলছে।