Woman Molestation

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নগ্ন হতে বাধ্য করা হল মহিলাকে, তোলা হল ভিডিয়ো! মুম্বইয়ে অভিযুক্ত কর্পোরেট কর্তা

৫১ বছর বয়সী ওই মহিলা মুম্বই পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম জয় জন পাস্কাল পোস্ট। তিনি ফ্রাঙ্কো-ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টের তথা অন্যতম প্রতিষ্ঠাতা।

Advertisement
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৪:২০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মুম্বইয়ে এক ব্যবসায়ী মহিলাকে বন্দুকের উঁচিয়ে পোশাক খুলতে বাধ্য করার অভিযোগ উঠল এক কর্পোরেট কর্তার বিরুদ্ধে। অভিযোগকারিণী জানিয়েছেন, খুনের হুমকি দিয়ে নগ্ন হতে বাধ্য করার পরে তাঁর ভিডিয়োও করেন অভিযুক্ত ব্যক্তি।

Advertisement

৫১ বছর বয়সী ওই মহিলা মুম্বই পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম জয় জন পাস্কাল পোস্ট। তিনি ফ্রাঙ্কো-ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টের তথা অন্যতম প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক আলোচনার অছিলায় তাঁকে সংস্থার দফতরে ডেকে পাঠিয়ে যৌন নির্যাতন করা হল বলে অভিযোগ ওই মহিলার।

মুম্বই পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, ফ্রাঙ্কো-ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালের দফতরে ঢোকার পরে জয় এবং তাঁর পাঁচ সঙ্গী মিলে তাঁকে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নগ্ন হতে বাধ্য করেন। গোটা ঘটনার ভিডিয়োও করেন তাঁরা। মুম্বই পুলিশের কাছে ওই ছ’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন তিনি। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন