Narendra Modi

ভারতীয় সেনা পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে! জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীর মুখে ‘অপারেশন সিঁদুর’

জন্মদিনে নরেন্দ্র মোদীর মুখে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার অভিযানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘নতুন ভারত আর পরমাণু-হুমকিতে ভয় পায় না।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

জন্মদিনে নরেন্দ্র মোদীর মুখে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার অভিযানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘নতুন ভারত আর পরমাণু-হুমকিতে ভয় পায় না।’’ এ-ও বললেন, ‘‘ভারতীয় সেনা পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে’’

Advertisement

বুধবার ৭৫ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর এই দিনেই মধ্যপ্রদেশের ধারে জনসভা করেন তিনি। সেখানে তিনি জানান, সিঁদুর অভিযানে ভারতীয় সেনা যে তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, সে কথা স্বীকার করেছে ‘জইশ-ই-মহম্মদ’। জঙ্গিগোষ্ঠীর এক নেতাই স্বীকার করেছেন, জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারকে নিকেশ করেছে ভারতীয় সেনা। মোদীর কথায়, ‘‘জইশ-ই ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে।’’

অপারেশন সিঁদুরের আবহে পাক সেনাপ্রধান আসিম মুনির পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। তা নিয়ে মোদী বলেন, ‘‘এটা নতুন ভারত। আমরা কাউকে ভয় পাই না। আমরা ঘরে ঢুকে শত্রুকে খতম করে আসতে পারি।’’

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তার পরেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই প্রত্যাঘাতের পর ভারতের সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারত সরকার জানায়, পাক-হামলা প্রতিহত করে পাল্টা আক্রমণ করেছে। তাতে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি ক্ষতিগ্রস্তও হয়েছে। দিন তিনেকের হামলা, পাল্টা হামলার পর দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়।

Advertisement
আরও পড়ুন