Dalit Man Beaten

বন্ধুর সঙ্গে পালিয়েছে গ্রামের বধূ! দলিত যুবককে অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ পঞ্জাবে, ধৃত ১

আক্রান্ত দলিত তরুণের এক বন্ধুর সঙ্গে গ্রামের এক বধূর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি আক্রান্তের বন্ধুর সঙ্গে পালিয়ে যান ওই মহিলা। তার পরেই গ্রামবাসীর রোষের মুখে পড়েন ওই যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ২০:২২
দলিত যুবককে মারধরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।

দলিত যুবককে মারধরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। —প্রতীকী চিত্র।

দলিত যুবককে অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল পঞ্জাবের লুধিয়ানায়। ওই যুবকের দাড়ি-গোঁফ কামিয়ে, মুখে কালি মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরে তাঁর জামাকাপড় ছিঁড়ে দিয়ে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয়। যুবকের জাত নিয়েও কটু কথা বলা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় রবিবার এক গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার লুধিয়ানার কাছে এক গ্রামে ওই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত দলিত তরুণের এক বন্ধুর সঙ্গে গ্রামের এক বধূর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি আক্রান্তের বন্ধুর সঙ্গে পালিয়ে যান ওই মহিলা। তার পরেই গ্রামবাসীর রোষের মুখে পড়েন ওই যুবক। গত মঙ্গলবার ওই দলিত তরুণকে মারধর করে একটি সেলুনে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানে জোর করে তাঁর দাড়ি-গোঁফ কামিয়ে দেওয়া হয়। এর পরে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হয় যুবককে। কেউ কেউ সেই ঘটনা ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমেও ছড়িয়ে দেন।

ভিডিয়োটি নজরে আসতেই পদক্ষেপ করে পুলিশ। যুবককে ওই দিন যাঁরা মারধর করেছিলেন, তাঁদের মধ্যে কয়েক জনকে ইতিমধ্যে শনাক্তও করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে এক অভিযুক্তকে। পুলিশের এক শীর্ষ আধিকারিকের কথায়, “এটি কোনও সাধারণ মারধরের ঘটনা নয়। এটি মানুষে সম্মানের উপর বর্বরোচিত হামলা। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছি।”

সম্প্রতি ওড়িশাতেও দুই দলিতের উপর হামলার অভিযোগ উঠেছে। ওড়িশার গঞ্জাম জেলায় দু’জনকে অর্ধেক মুণ্ডন করিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা হামাগুড়ি দেওয়ানোর অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, ওই দু’জনকে ঘাস খাওয়ানো হয় এবং নর্দমার জলও পান করানো হয় বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন