খামেনেইয়ের ছবি হাতে নিয়ে আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে বিক্ষোভ কাশ্মীর উপত্যকায়। ছবি: রয়টার্স।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবেন কি না, সেই সংক্রান্ত সিদ্ধান্ত এখনও নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কাশ্মীর উপত্যকায় শুক্রবারের নমাজের পরেই উঠল আমেরিকা বিরোধী আওয়াজ। ট্রাম্প এবং তাঁর সামরিক সহযোগী ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর-সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে দাবি।
বদগামের মেইন চক এবং দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গাঙ্গুতে ইরানের সমর্থনে মিছিল করা হয়। এমনকি, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের শিয়া অধ্যুষিত কারগিলেও জমায়েত থেকে ওয়াশিংটন ও তেল আভিভের বিরুদ্ধে স্লোগান ওঠে। শ্রীনগরে হাসানাবাদ অঞ্চলের নেহরু পার্ক ও গুন্ড হাসি ভাট এলাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের ছবি নিয়ে মিছিল হয়।
আমেরিকা-ইজ়রায়েল বিরোধী বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। প্রশাসন সূত্রের খবর, আগাম সতর্কতা হিসাবে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল উপত্যকার বিভিন্ন এলাকায়। প্রসঙ্গত, গত বছর জুন মাসে ইরানে আকাশপথে হামলা চালিয়েছিল ইজ়রায়েল এবং আমেরিকা (অভিযানদু’টির নাম ছিল, ‘অপারেশন রাইজিং লায়ন’ এবং ‘অপারেশন মিডনাইট হ্যামার’)। সে সময়ও কাশ্মীর উপত্যকা এবং লাদাখের শিয়া অধ্যুষিত অঞ্চলে খামেনেইয়ের সমর্থনে স্লোগান উঠেছিল।