RJD Leader Shot

পটনায় আরজেডি নেতা খুন! জমি বিবাদের জের, সন্দেহ পুলিশের, ছ’রাউন্ড গুলি উদ্ধার

পটনার (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা তথা আরজেডি নেতা আলা রাই বুধবার রাত ১০টা নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২
আরজেডি নেতা আলা রাই। ছবি: সংগৃহীত।

আরজেডি নেতা আলা রাই। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের পটনায়। বুধবার রাতে পটনার রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আলা রাইকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পটনার (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা তথা আরজেডি নেতা আলা রাই বুধবার রাত ১০টা নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে আরজেডি নেতার খুনের ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। সূত্রের খবর, রাঘোপুর বিধানসভা আসনে ভোটে প্রার্থী হওয়ার কথা চলছিল আলা রাইয়ের।

আলা রাইয়ের জমির ব্যবসা ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, জমি বিবাদ নিয়ে শত্রুতার জেরে আরজেডি নেতা খুন হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক কোনও কারণ রয়েছে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, আরজেডি নেতাকে যেখানে খুন করা হয়, সেই জায়গা থেকে ছ’রাউন্ড গুলির ফাঁকা খোল উদ্ধার হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন