Ajit Pawar Plane Crash

আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে মাটিতে আছড়ে পড়েছিল অজিত পওয়ারের বিমান, নতুন ভিডিয়োয় আর কী কী দেখা গেল

বুধবার সকাল ৮টা ১০ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান। বিমানটি ভেঙে পড়ে ৮টা ৪৩ মিনিট নাগাদ, ওড়ার ঠিক ৩৩ মিনিট পর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৮
অজিত পওয়ার।

অজিত পওয়ার। —ফাইল চিত্র।

আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নীচে নেমে আসছে বিমান! শূন্যে কয়েক বার পাল্টি খেয়ে নজরের বাইরে বেরিয়ে গেল সেটি। তার পরেই বিস্ফোরণের অগ্নিগোলক দেখা গেল! মহারাষ্ট্রের বারামতীতে বিমান দুর্ঘটনার নতুন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে বুধবার রাতে। বুধবার সকালে এই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ মোট পাঁচ জনের।

Advertisement

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, বারামতীর একটি মন্দিরের কাছে চাটার্ড বিমানটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসছে। আকাশেই কয়েক বার পাল্টি খেয়ে সেটি কিছু ক্ষণের জন্য চোখের আড়ালে চলে যাচ্ছে। তার পরেই বিস্ফোরণের আগুন দেখা যাচ্ছে ঝোপঝাড়ের ও পার থেকে। এই ভিডিয়ো থেকেই স্পষ্ট যে, অবতরণ করার আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তার পরেই সেটি রানওয়ে ছোঁয়ার আগেই রুক্ষ জমিতে আছড়ে পড়়ে কয়েক টুকরো হয়ে ভেঙে যায় এবং সেটিতে আগুন ধরে যায়। (যদিও আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)

এর আগে প্রকাশ্যে আসা সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি ছোট দোকানের পিছনে গিয়ে ধাক্কা মারছে। তার পরেই বিমানটি থেকে আগুন এবং গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। (এই ভিডিয়োরও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

বুধবার সকাল ৮টা ১০ মিনিট নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিতের বিমান। লিয়ারজেট-৪৫ সংস্থার ছোট আকারের ব্যক্তিগত ওই বিমানে (প্রাইভেট জেট) আট থেকে ন’জনের বসার জায়গা রয়েছে। বিমানটি ভেঙে পড়ে ৮টা ৪৩ মিনিট নাগাদ, ওড়ার ঠিক ৩৩ মিনিট পর।

প্রাথমিক ভাবে অজিতের বিমানের উড়ানে কোনও গোলমাল শনাক্ত করা যায়নি। পরিসংখ্যান বলছে, ওড়ার ১০ মিনিটের মাথায় অজিতের বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ছ’কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তখন তার গতি ছিল ১০৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই গতিবেগেই উড়েছে বিমান। ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানটির উচ্চতা কমে এসেছিল ১০১৬ মিটারে। গতিবেগ ছিল ২৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ভেঙে পড়ার আগের মুহূর্তে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলট। জানিয়েছিলেন, রানওয়ে তিনি দেখতেই পাচ্ছেন না। তার পর বিমানটিকে এক বার চক্কর খাইয়ে ফের অবতরণের চেষ্টা করেন। এই সময় পাইলট জানিয়েছিলেন তিনি রানওয়ে দেখতে পাচ্ছেন। কিন্তু তার পরেই বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বিমানটির ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন