News Of The Day

ট্রাম্পের শুল্ক আবহে ভারত-আমেরিকা সম্পর্ক। ইউএস ওপেনে আলকারাজ় বনাম জোকোভিচ। আর কী কী নজরে

আমেরিকার আদালত আবার ট্রাম্পের অধিকাংশ শুল্ককে বেআইনি বলে ঘোষণা করেছে। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য ধাক্কা খেয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য শাস্তিমূলক শুল্ক আরোপ করা হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি নয়াদিল্লি। বরং চিন, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা আরও বেড়েছে। ট্রাম্প তা একেবারেই ভাল চোখে দেখছেন না। এর মধ্যে আমেরিকার আদালত আবার ট্রাম্পের অধিকাংশ শুল্ককে বেআইনি বলে ঘোষণা করেছে। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে।

আজ জানা যাবে এ বারের ইউএস ওপেনের প্রথম ফাইনালিস্ট। পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে মহারণ। লড়াই দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ় ও সপ্তম বাছাই নোভাক জোকোভিচের। খেলা রাত ১২:৩০ থেকে। দ্বিতীয় সেমিফাইনাল কাল ভোর ৪:৩০ থেকে। মুখোমুখি শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও ২৫ নম্বর বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দলীপ ট্রফির দু’টি সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা। তারকাখচিত পশ্চিমাঞ্চলের হয়ে এই ম্যাচে খেলছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুর। তাঁদের বিপক্ষে মধ্যাঞ্চল। এই দলের হয়ে খেলছেন রজত পাটীদার, দীপক চাহার। অন্য ম্যাচে মুখোমুখি দক্ষিণাঞ্চল। খেলছেন দেবদত্ত পাড়িক্কল। বিপক্ষে উত্তরাঞ্চল। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে।

পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তির খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে। কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন