পিপলকোটি সুড়ঙ্গের ভিতর দুই ট্রেনের সংঘর্ষ। ছবি: পিটিআই।
গভীর রাতে সুড়ঙ্গের ভিতর দুই ট্রেনের সংঘর্ষে জখম হলেন অন্তত ৬০ জন শ্রমিক! মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত পিপলকোটি সুড়ঙ্গের ভিতরে ঘটনাটি ঘটেছে। একটি মালবাহী ট্রেনের সঙ্গে লোকো ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয়েছেন অনেকে। সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় পিপলকোটি সুড়ঙ্গের ভিতর শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি লোকো ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। তাতেই আহত হন অন্তত ৬০ জন। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনার সময় লোকো ট্রেনটিতে ১০৯ জন যাত্রী ছিলেন। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক জনের আঘাত গুরুতর হলেও সকলের অবস্থা আপাতত স্থিতিশীল।
দুর্ঘটনার পর ভারতীয় রেলের তরফে ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, রেলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। জলবিদ্যুৎ প্রকল্প এবং সুড়ঙ্গ নির্মাণের সময় নির্মাণস্থলে মালপত্র পরিবহন এবং শ্রমিকদের যাতায়াতের জন্য ওই ট্রেন দু’টি চালানো হচ্ছিল। উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলিও ভারতীয় রেলের নয়। দু’টি ট্রেনই প্রকল্প এলাকার মধ্যে চলাচল করছিল। চামোলির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চামোলির পুলিশ সুপার সুরজিৎ সিংহ বলেন, ‘‘পরে ৪২ জনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চার-পাঁচ জনের হাড় ভেঙেছে। কয়েক জনের আঘাত গুরুতর।’’
৪৪৪ মেগাওয়াট ক্ষমতার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পটি চামোলি জেলার হেলাং এবং পিপলকোটির মধ্যে অলকানন্দা নদীর উপর নির্মিত হচ্ছে। চারটি টারবাইনের মাধ্যমে ১১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই প্রকল্পে। আগামী বছরেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তার মাঝেই দুর্ঘটনা ঘটল নির্মাণস্থলে।