cctv installation guide

যত্রতত্র সিসি ক্যামেরা নয়, বাড়ির সুরক্ষা নিশ্চিত করতে কোন ৫ স্থান গুরুত্বপূর্ণ?

: বাড়ির নিরাপত্তা বহু গুণ বাড়িয়ে দিতে পারে সিসিটিভির ব্যবহার। কোথায় কোথায় ক্যামেরা থাকলে নিরাপত্তার বেষ্টনী আরও মজবুত হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১১:০০
5 best places to install home security cameras for maximum safety at home

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

নিরাপত্তার কারণে বর্তমান সময়ে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোনও অপরাধ বা অনভিপ্রেত ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রয়োজনীয় হাতিয়ার হয়ে ওঠে। এখন বাড়িতেও অনেকে সিসি ক্যামেরা ব্যবহার করেন। তবে ক্যামেরা যত্রতত্র বসালেই হয় না, বাড়ি বা ফ্ল্যাটের বিশেষ কয়েকটি জায়গায় ক্যামেরা না থাকলে সুবিধাও বিশেষ পাওয়া যায় না। কারণ, ক্যামোরা কোথায় এবং কী ভাবে বসানো হচ্ছে, তার সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত।

Advertisement

১) সামনের দরজা: চোর যে সব সময়ে বাড়ির পিছনের দরজা বা জানলা দিয়ে প্রবেশ করবে, তা নয়। তাই বাড়ির মূল প্রবেশদ্বারকে ক্যামেরার আওতায় আনতেই হবে। বাড়িতে কারা প্রবেশ করছেন বা কে কখন বেরোচ্ছেন, তার রেকর্ড রাখতে সিসি ক্যামেরা সাহায্য করতে পারে।

২) গ্যারেজ: বাড়ির এই অংশে অনেক সময়েই অপরাধ সংঘটিত হতে পারে। গাড়ির কোনও যন্ত্রাংশ চুরি যেতে পারে। গাড়ি বা মোটরবাইকের কোনও ক্ষতিও কেউ করতে পারে। ক্যামেরা থাকলে সে ক্ষেত্রে অপরাধীকে শনাক্ত করা সহজ হবে।

৩) বাগান: বাড়ির বাগানকে ক্যামেরার আওতায় আনা উচিত। বাগানের ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। তার ফলে কম সংখ্যক ক্যামেরায় বেশি জায়গার উপর নজরদারি সম্ভব। বাগানে ক্যামেরা থাকলে তা পোষ্য বা ছোটদের উপরেও নজরদারিতে সাহায্য করে।

৪) সিঁড়ি: বাড়ির প্রতিটি কোণে সিসি ক্যামেরা বসানো সম্ভব না হলেও সিঁড়িতে বসানোই উচিত। বাড়িতে অপরিচিত কেউ প্রবেশের ক্ষেত্রে মূলত সিঁড়িই ব্যবহৃত হয়। তাই এই জায়গায় ক্যামেরা থাকলে সুবিধা হবে। অ্যাপ-নির্ভর কেনাকাটা এবং ডেলিভারির সূত্রে বাড়িতে নিত্যদিন অপরিচিতের আগমন ঘটে। সে ক্ষেত্রে ক্যামেরা নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে।

৫) ছাদ: বাড়ির ছাদ সময় সময়ে ব্যবহার করা হয় না। কিন্তু ছাদে সিসি ক্যামেরা থাকলে অনভিপ্রেত ঘটনার ক্ষেত্রে সুবিধা হয়। ছাদে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বসালেই চলে। ছাদের দরজা যাতে ক্যামেরার নজরদারিতে থাকে, তা খেয়াল রাখা উচিত।

Advertisement
আরও পড়ুন