Sunscreen Effects

সানস্ক্রিন মেখেও রোদে পুড়ছে ত্বক? কারও চোখ জ্বালা, কারও র‌্যাশ, বিজ্ঞানীরা জানালেন আসল কারণ

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বাজারে যে সব সানস্ক্রিন পাওয়া যায় তার ৮০ শতাংশই ঠিক মতো কাজ করে না। সানস্ক্রিনের নমুনা পরীক্ষা করে যা যা রাসায়নিক পাওয়া গিয়েছে তা-ও বিপজ্জনক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১১:০৬
A Recent Study says 80 Percent of Sunscreens don’t work properly and can cause skin diseases

সানস্ক্রিন কেন ঠিকমতো কাজ করছে না, মেখে বেরিয়েও ত্বকে কালচে ছোপ পড়ছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জ্বালাপোড়া রোদ থেকে বাঁচতে সানস্ক্রিনই ভরসা। এখন যা গরম পড়েছে, তাতে সানস্ক্রিন না-মেখে বেরোলে সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের দফারফা করে দেবে। খুব তাড়াতাড়ি ত্বক পুড়ে কালচে দাগ পড়ে। ‘সানবার্ন’ বা রোদে পোড়া থেকে বাঁচতেই সানস্ক্রিন ব্যবহার করা হয়। কিন্তু এই সানস্ক্রিনেও যদি ক্ষতিকর রাসায়নিক থাকে, তা হলে বিপদ বাড়বে বই কমবে না। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বাজারে যে সব সানস্ক্রিন পাওয়া যায় তার ৮০ শতাংশই ঠিকমতো কাজ করে না। কেবল তা-ই নয়, সানস্ক্রিনের নমুনা পরীক্ষা করে যা যা রাসায়নিক পাওয়া গিয়েছে তা চর্মরোগের কারণ হতে পারে বলেই দাবি গবেষকদের।

Advertisement

‘আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি’-র গবেষকেরা সানস্ক্রিন নিয়ে সতর্ক করছেন। ‘সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এ এই বিষয়ে রিপোর্টও জমা দেওয়া হয়েছে। গবেষকেরা দাবি করেছেন, বহু মানুষের উপরে পরীক্ষা করে দেখা গিয়েছে, সানস্ক্রিনে ‘সান প্রোটেকশন ফ্যাক্টর’ (এসপিএফ) এত কম পরিমাণে রয়েছে যে তা সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাব কাটাতে পারবে না। যাঁদের উপর পরীক্ষা করা হয়েছিল, তাঁদের বেশির ভাগই দাবি করেছেন সানস্ক্রিন মেখে বেরিয়েও রোদের তেজে ত্বক পুড়ে যাচ্ছে। কালচে দাগছোপ ‘পিগমেন্টেশন’-এর সমস্যাও হচ্ছে।

কোন কোন রাসায়নিক পাওয়া গিয়েছে সানস্ক্রিনে?

অক্সিবেনজ়োন নামে এক ধরনের রাসায়নিক পাওয়া গিয়েছে সানস্ক্রিনে, যা ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে। অনেক সময়ে সানস্ক্রিন মাখলেই মুখে বা চোখে জ্বালা করে অনেকের। এর কারণই হল এই রাসায়নিক। গবেষকেরা দাবি করেছেন, অক্সিবেনজ়োন দিনের পর দিন রোমকূপ দিয়ে শরীরে ঢুকলে হরমোনের গোলমালও দেখা দিতে পারে।

রোদ থেকে বাঁচাতে সানস্ক্রিনে এমন এক রাসায়নিক মেশানো হয়, যা দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে এলে নানা রকম চর্মরোগের কারণ হতে পারে। এই রাসায়নিকের নাম অক্টিনোক্সেট, যা থেকে কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে।

সানস্ক্রিনে পাওয়া হোমোস্যালেট ও রেটিনাইল পালমিটেট রাসায়নিকটিও ক্ষতিকর। এই দু’টি রাসায়নিক ত্বকের সংস্পর্শে দীর্ঘ সময় থাকলে ত্বকে র‌্যাশের সমস্যা দেখা দিতে পারে।

আরও এক রকম রাসায়িক পাওয়া গিয়েছে যার নাম প্যারাবেন। প্লাস্টিকজাত সামগ্রীতে এই ধরনের রাসায়নিক থাকে। এর থেকে ত্বকে অ্যালার্জি, হরমোনের সমস্যা দেখা দিতে পারে।

শিশুদের জন্যও দোকান থেকে কেনা সানস্ক্রিন ক্ষতিকর হতে পারে। এই বিষয়ে চিকিৎসক প্রিয়ঙ্কর পাল জানাচ্ছেন, শিশুকে কোনও ক্রিম মাখানোর আগে প্যাকেটের গায়ে তার উপাদানগুলি দেখে নেবেন। ছয় মাসের কম বয়সি শিশুদের কখনওই সানস্ক্রিন লাগানো উচিত নয়। তার চেয়ে বরং চড়া রোদে শিশুকে নিয়ে বেরোবেন না। অথবা বেরোতে হলে গা- ঢাকা, হালকা, সুতির জামা পরিয়ে দিন। কোনও রকম সানস্ক্রিন লাগানোর দরকারই নেই।

Advertisement
আরও পড়ুন