Akshaye Khanna Hair Treatment

টাক নয়, মাথা ভরা চুল, কী ধরনের ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করিয়েছেন ‘ধুরন্ধর’ অভিনেতা অক্ষয় খন্না?

মাথা ভরা চুল। শুরুতে পরচুলা পরলেও, এখন চুল প্রতিস্থাপনের অস্ত্রোপচার করিয়ে নিয়েছেন অভিনেতা অক্ষয় খন্না। কী ধরনের ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করিয়েছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪
Dhurandhar star Akshaye Khanna undergoes Follicular Unit Transplantation hair transplant surgery

কী ধরনের ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করিয়েছেন অক্ষয়, খরচ কত? ছবি: সংগৃহীত।

কখনও নায়ক, আবার কখনও খলনায়ক। যে কোনও চরিত্রেই মানানসই অক্ষয় খন্না। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় তাঁর খলনায়ক চরিত্র নিয়ে বেশ হইচই হচ্ছে। আবার তেলুগু ছবি ‘মহাকালী’-র ট্রেলারে অসুর গুরু শুক্রাচার্যের সাজেও সাড়া ফেলে দিয়েছেন অক্ষয়। তাঁর অভিনয় তো বটেই, আরও যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে, তা হল অক্ষয়ের মাথা ভরা চুল। প্রথম দিককার ছবিতে এমনই চুল দেখা যেত অভিনেতার। চল্লিশের পর থেকে চুল পাতলা হতে থাকে তাঁর। মাথার মাঝখান থেকে পিছনের দিকে টাকও দৃশ্যমান হয়। তবে এখন আবারও নিজের ‘লুক’ বদলে ফেলেছেন অভিনেতা। কী ভাবে তা সম্ভব হল?

Advertisement

খবর, এক বিশেষ ধরনের ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করিয়েছেন অক্ষয়। এর নাম ‘ফলিকিউলার ইউনিট ট্রান্সপ্ল্যান্টেশন’ (এফইউটি)। এই প্রক্রিয়ায় যন্ত্রণা কম হয়। যাঁদের মাথার অনেকটা অংশ জুড়ে টাক পড়েছে, তাঁদের জন্য এফইউটি খুবই কার্যকরী একটি পদ্ধতি।

কী ভাবে চুল প্রতিস্থাপন করা হয়?

ডোনার এরিয়া

চুল প্রতিস্থাপনের যে ক’টি পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে উন্নত মানের থেরাপি এই ফলিকিউলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন। একে ‘স্ট্রিপ মেথড’ বলা হয়। অ্যানাস্থেশিয়া করে মাথার তালুর যে জায়গায় চুল রয়েছে, সেখান থেকে এক ফালি ত্বকের অংশ কেটে নেওয়া হয়। ওই অংশটিকে বলা হয় ‘ডোনার এরিয়া’। এমন জায়গা থেকে ত্বকের অংশ তোলা হয়, যেখানে হেয়ার ফলিকল, পেশি, স্নায়ু— সবই রয়েছে। এর পর সেই জায়গাটি সেলাই করে দেওয়া হয়।

গ্রাফ্‌ট তৈরি

এবার গ্রাফ্‌ট তৈরি করা হয়। মাথার তালু থেকে তুলে নেওয়া ত্বকের অংশ অণুবীক্ষণ যন্ত্রের নীচে রেখে দেখা হয়, সেখানে ঠিক কতগুলি হেয়ার ফলিকল রয়েছে। সেগুলি সংগ্রহ করা হয়। ওই চুলের গোছা, ত্বকের পেশি ও স্নায়ু মিলিয়ে গ্রাফ্‌ট তৈরি করা হয়।

প্রতিস্থাপন

এ বার প্রতিস্থাপনের পালা। যে গ্রাফ্‌টটি তৈরি হল সেটি টাকের জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া হয়। এমন ভাবে মাথার ত্বকে গ্রাফ্‌ট করা হেয়ার ফলিকলগুলি বসানো হয়, যাতে সেগুলি স্বাভবিক ভাবে বেড়ে উঠে নতুন চুল গজাতে পারে। যদি মাথার অনেকটা অংশে টাক পড়ে থাকে, তা হলে এই গ্রাফ্‌টিং প্রক্রিয়া কয়েকটি পর্যায়ে করা হয়।

চুল প্রতিস্থাপনের এই প্রক্রিয়া কার্যকরী। অনেক তারকাই এটি করিয়েছেন। এর খরচ ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মতো। তবে কতখানি অংশ গ্রাফ্‌ট করানো হচ্ছে, সেই হিসেবে খরচ আরও বাড়বে। এক একটি অংশের গ্রাফ্‌টিংয়ের খরচ ক্লিনিক ভেদে ৫০-১০০ টাকা, বা তারও বেশি। যাঁর টাক ঢাকতে ২ হাজার বা ৩ হাজার গ্রাফ্‌ট করাতে হবে, তাঁর ক্ষেত্রে খরচ অনেকটাই বাড়বে।

Advertisement
আরও পড়ুন