Face Pack for winter

মুলতানি মাটি মাখলে মুখ শুষ্ক হয়ে যায়? জেনে নিন কী ভাবে মাখলে শীতেও ত্বকে খেলবে জেল্লা

বাতাসে যে হেতু আর্দ্রতার অভাব থাকে, তাই এই সময়ে চামড়ায় এমনিতেই টান ধরে। তার উপর মাটি দিয়ে তৈরি প্যাক যদি মুখ থেকে আরও তেল শুষে নেয়, তা হলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়বে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:০৭
Face Pack

শীতেও ত্বকের জেল্লা ধরে রাখবে মুলতানি মাটি দিয়ে তৈরি প্যাক। ছবি: সংগৃহীত।

তৈলাক্ত ত্বকের জন্য ভাল মুলতানি মাটি। ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় প্রাকৃতিক এই উপাদানটি। মুলতানি মাটি দিয়ে তৈরি প্যাক গরম বা বর্ষাকালের জন্য দারুণ কাজের। বলিউডের আলিয়া ভট্ট থেকে টলিউডের মিমি চক্রবর্তী— মসৃণ, পেলব ত্বকের জন্য সকলেই এই মাটির উপর ভরসা করেন।

Advertisement

কিন্তু শীতকালে তো ব্যাপারখানা ঠিক উল্টো। বাতাসে যে হেতু আর্দ্রতার অভাব থাকে, তাই এই সময়ে চামড়ায় এমনিতেই টান ধরে। তার উপর যদি এই উপাদানে তৈরি প্যাক মুখ থেকে আরও তেল শুষে নেয়, তা হলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়বে, জেল্লাও হারাবে। তা হলে শীতের সময়ে এই প্যাক মাখা থেকে বিরত থাকাই শ্রেয়?

রূপটানশিল্পীরা অবশ্য সে কথা বলছেন না। তৈলাক্ত তো বটেই, এমনকি শুষ্ক, স্পর্শকাতর ত্বকের জন্যও মুলতানি মাটি দিয়ে তৈরি প্যাক কাজের। তবে শুধু মাটি মাখলেই তো হবে না। ত্বকের ধরন এবং প্রয়োজন বুঝে তার সঙ্গে আরও দু’-তিনটি জিনিস মিশিয়ে নিতে হবে।

কী ভাবে তৈরি করবেন এই প্যাক?

১) ছোট একটি পাত্রে এক চা চামচ মুলতানি মাটি নিন।

২) নারকেল তেল নিন দুই চা চামচ।

৩) গোলাপজল বা কাঁচা দুধ নিন পরিমাণ মতো।

৪) ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলুন।

৫) মুখে ওই প্যাক মেখে রাখুন মিনিট পনেরো।

৬) তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

৭) ত্বক যদি অতিরিক্ত শুষ্ক বা স্পর্শকাতর হয়, সে ক্ষেত্রে গোলাপজল কিংবা দুধের বদলে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে টক দই।

৮) শুষ্ক নিষ্প্রাণ ত্বকে জেল্লা তো ফিরবেই, সঙ্গে রোদে পোড়া দাগও দূর হবে মুলতানি মাটি দিয়ে তৈরি প্যাকে।

Advertisement
আরও পড়ুন