Makeup Tips

সামনেই বিয়েবাড়ি-পার্টি, ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বাছবেন কী উপায়ে

ফাউন্ডেশন ত্বকের রঙের সঙ্গে মানানসই হতে হবে। কী ভাবে বেছে নেবেন সঠিক ফাউন্ডেশন? রইল কিছু উপায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮
ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বাছবেন কী ভাবে?

ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বাছবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।

গায়ের রঙের সঙ্গে মিলিয়ে ঠিক ফাউন্ডেশনটি খুঁজে বার করা মোটেই সহজ কাজ নয়। অনলাইনে কেনাকাটার সময়ে সমস্যা হয় আরও বেশি। যে ফাউন্ডেশনটি কিনবেন বলে ভাবছেন, সেটি আদৌ আপনার জন্য সঠিক তো? বুঝবেন কী করে? অনলাইনে একাধিক রঙের কার্ড দেখানো হয় বটে, তবে তা দেখে ঠিক করে বোঝা সম্ভব নয়। তাই অন্তত ফাউন্ডেশন কেনার সময়ে অনলাইনের ভরসায় না থেকে দোকানে যাওয়াই শ্রেয়।

Advertisement

সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়ার উপায়

১) ত্বকের ধরন জেনে নিলেই ফাউন্ডেশন বাছাই করার ক্ষেত্রে আর সমস্যা থাকে না। ত্বকের ধরনের সঙ্গে যায়, এমন রঙের ফাউন্ডেশন চোয়ালে লাগিয়ে দেখে নিন। যে রং ত্বকের সঙ্গে বেশি মিলে যাচ্ছে, সেটিকেই বাছুন। হাতে লাগিয়ে ফাউন্ডেশন বাছাই করবেন না।

২) আপনার ত্বক কি তৈলাক্ত, শুষ্ক, নাকি মিশ্র? তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফিনিশ, শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং এবং মিশ্র ত্বকের জন্য সেমি-ম্যাট ফাউন্ডেশন উপযুক্ত।

৩) ফাউন্ডেশন লাগানোর পর তা ত্বকের স্বাভাবিক তেলের সঙ্গে মেশে এবং বিক্রিয়া করে অক্সিডাইজড হয়ে যায়। ফলে ফাউন্ডেশন পরখ করে দেখার সময়ে তা ত্বকে লাগিয়ে বেশ খানিক ক্ষণ অপেক্ষা করুন। ফাউন্ডেশন লাগানোর ১০ থেকে ১৫ মিনিট পর অনেক সময়েই রং সামন্য গাঢ় হয়ে যায়।

৪) সঠিক তুলি বা ব্লেন্ডার ফাউন্ডেশন ব্যবহারের জন্য জরুরি। যদি একেবারে হালকা ফাউন্ডেশন চান, তা হলে আঙুল ব্যবহার করে মুখে মেখে নিন। তবে যদি চান ফাউন্ডেশনের স্তর একটু মোটা হোক, তা হলে ব্লেন্ডার বা তুলির সাহায্যে ত্বকের সঙ্গে মিলিয়ে নিন।

৫) সারা দিন মেকআপ ধরে রাখতে হলে এমন ফাউন্ডেশন কিনুন, যা দীর্ঘস্থায়ী এবং ওয়াটারপ্রুফ। এতে আপনার মেকআপ নষ্ট হবে না।

Advertisement
আরও পড়ুন