Makeup hacks for Durga Puja

বৃষ্টিতে ঠাকুর দেখতে বেরিয়েও চোখের মেকআপ ঘাঁটবে না, ৫ নিয়ম মেনে করুন রূপটান

ঠিক মতো সেজেগুজে বেরোলেও সবচেয়ে আগে নষ্ট হয় চোখের মেকআপ। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কাজল, লাইনার ঘেঁটে যেতে আধ ঘণ্টা সময়ই যথেষ্ট। তাই জেনে নিন, কী ভাবে মেকআপ করলে চোখের সাজ দীর্ঘস্থায়ী হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২
How to do sumdge-free eye makeup for Durga Puja

কী ভাবে মেকআপ করলে চোখের সাজ দীর্ঘস্থায়ী হবে? ছবি: সংগৃহীত।

হাওয়াঅফিস বলছে, দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী, রোজই আকাশের মুখ ভার হয়ে থাকবে।

Advertisement

অথচ দুর্গাপুজোর সাজ নিয়ে কত ভাবনাই ভেবে রেখেছেন কতজনে! সাজ সম্পূর্ণই হয় না, যদি চোখের সাজ ঠিক মতো না হয়। কিন্তু সমস্যাটা সেখানেই। ঠিক করে সেজেগুজে বেরোলেও সবচেয়ে আগে নষ্ট হয় চোখের মেকআপ। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কাজল, লাইনার ঘেঁটে যেতে আধ ঘণ্টা সময়ই যথেষ্ট। তাই জেনে নিন, কী ভাবে মেকআপ করলে চোখের সাজ দীর্ঘস্থায়ী হবে।

১) আইশ্যাডো দীর্ঘক্ষণ স্থায়ী করতে প্রথমে চোখের মেকআপ করার সময় আই প্রাইমার দিয়ে একটি বেস তৈরি করুন। এতে আইশ্যাডো ঠিক ভাবে বসবে।

২) অনেকেই শিমার আইশ্যাডো লাগাতে ভালবাসেন। তবে এটা ঠিক ভাবে না লাগালে পাতা থেকে খসে পড়তে থাকে। কাজেই এর জন্য একটা আইশ্যাডো ব্রাশে একটু সেটিং স্প্রে লাগিয়ে নিন, তার পর তা দিয়ে শিমার শ্যাডো লাগান। এটি অনেক ক্ষণ স্থায়ী হবে।

৩) আইশ্যাডো লাগানোর সময় প্রথমে একটি ক্রিম শ্যাডো বেস ও তার উপরে একটি পাউডার শ্যাডো বেস তৈরি করুন। ক্রিম বেসটিতে চটচটে ভাব থাকায়, তা পাউডার বেসটিকে ভাল করে ধরে রাখতে পারে। অন্য দিকে, পাউডার বেস থাকার কারণে ক্রিম বেসটি ঘেঁটে যায় না।

৪) আইলাইনার ব্যবহার করতে হলে জেল আইলাইনার ব্যবহার করুন। এগুলি সাধারণত ওয়াটারপ্রুফ হওয়ায় বেশি ক্ষণ স্থায়ী হয়।

৫) চোখের পাতায় অনেক সময়ই তৈলাক্ত ভাব দেখা যায়। ফলে কাজল পেনসিল বা ক্রিমি আইলাইনার ঘেঁটে গিয়ে চোখের উপরের অংশে লেগে যেতে পারে। তাই আইলাইনার পরার পর তার সঙ্গে হালকা সরু অ্যাঙ্গেল করা ব্রাশ দিয়ে কালো আইশ্যাডো মিশিয়ে চোখে লাগান।

Advertisement
আরও পড়ুন