Taylor Swift engagement

বাগ্‌দান সারলেন টেলর সুইফ্‌ট, চর্চায় পপ তারকার আংটি, হিরেটির দাম কত?

২৬ অগস্ট সমাজমাধ্যমে বাগ্‌দানের কথা প্রকাশ্যে এনেছেন আমেরিকান পপ তারকা টেলর সুইফ্‌ট। গায়িকার বাগ্‌দানের আংটিতে রয়েছে একটি প্রায় ১০ ক্যারাটের দুর্মূল্য হিরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৯:২৮
Singer Taylor Swift’s diamond engagement ring from Travis Kelce cost huge

বাগ্‌দান সারলেন টেলর সুইফ্‌ট (বাঁ দিকে)। গায়িকার আঙুলে হিরের আংটি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাগ্‌দান সারলেন আমেরিকান পপ তারকা টেলর সুইফ্‌ট। ২৬ অগস্ট আমরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে বাগ্‌দানের খবর গায়িকা সমাজমাধ্যমে জানিয়েছেন। তবে যুগলের যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে আলাদা করে নজর কেড়েছে টেলরের আঙুলের বিশাল হিরের আংটি। ছবি ছড়়িয়ে পড়তেই হিরেটির মূল্য নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

টেলরের হাতের আংটির হিরেটি ৭ থেকে ১০ ক্যারাটের মধ্যে। সমাজমাধ্যমে অলঙ্কার বিশারদ জুলিয়া সাফি আংটিটি নিয়ে তাঁর অনুমান ব্যক্ত করেছেন। তাঁর অনুমান, হিরেটির দাম ২ লক্ষ ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায়- ২ কোটি ২০ লক্ষ টাকা)। অন্য দিকে, হিরে সমেত আংটিটির দাম কমপক্ষে ৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা) হতে পারে। ডিজ়াইনার কিনড্রেড লুবেক আংটিটি তৈরি করেছেন।

টেলর এবং ট্রাভিস দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। কিন্তু ২০২৩ সালে প্রথম তাঁরা প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। সেই বছর টেলরের কনসার্টেও উপস্থিত হন ট্রাভিস। অবার খেলার মাঠে ট্রাভিসকে উৎসাহ দিতে দর্শকাসনে ছিলেন টেলর।

Advertisement
আরও পড়ুন