Scalp Inflammation Disease

নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না? বিশেষ রোগে আক্রান্ত নন তো? মিলিয়ে নিন লক্ষণ

চুলের যত্নে মাথার ত্বককে অবশ্যই সুস্থ থাকতে হবে। দূষণ, আর্দ্রতা, স্টাইলিং থেকে বিরত থাকলেই চুলের স্বাস্থ্য বহু দিন ভাল থাকতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১১:৫৫
মাথার ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?

মাথার ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন? ছবি: সংগৃহীত।

চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই সবার আগে প্রয়োজন। আপনার চুল ঝরে পড়া, বা রুক্ষ হয়ে যাওয়ার মূলেও হয়তো মাথার ত্বকের প্রদাহ। এই সমস্যা নিয়ে মানুষ তেমন ভাবেন না। কিন্তু মাথার ত্বকের প্রদাহ চুলের স্বাভাবিক বৃদ্ধির চক্রকে বিঘ্নিত করে। চুল ঝরে পড়া থেকে শুরু করে চুলের বৃদ্ধি আটকে দেওয়া, হেয়ার ফলিকল ধ্বংস করা, ইত্যাদি নানাবিধ সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এমনকি, মাথার ত্বকে ফুসকুড়ির দাপটও বেড়ে যায় প্রদাহ হলে।

Advertisement

আপনার মাথার ত্বকে প্রদাহ আছে কি না, কী ভাবে বুঝবেন?

ত্বকে ফোঁড়া এবং পুঁজের সমস্যা দেখা দিচ্ছে কি না লক্ষ করুন।

চুলের ফলিকল তেল ও মৃত চামড়ায় আটকে যাচ্ছে কি না দেখতে হবে।

অতিরিক্ত চুলকানি ও লালচে ভাব থাকলে বুঝবেন, চামড়া শুষ্ক হয়ে গিয়ে ছত্রাকের সংক্রমণ হয়েছে।

জ্বালাপোড়ার অনুভূতি রয়েছে কি না লক্ষ করতে হবে।

মাথার ত্বককে সুস্থ রাখাই সবার আগে প্রয়োজন।

মাথার ত্বককে সুস্থ রাখাই সবার আগে প্রয়োজন। ছবি: সংগৃহীত।

কেন হয় এই প্রদাহ?

১. আর্দ্র পরিবেশে জীবাণু (ইস্ট, ছত্রাক, ব্যাক্টেরিয়া) দ্রুত বৃদ্ধি পায়, যা ত্বকের প্রদাহ ঘটায়। সে ক্ষেত্রে মাথার ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখা জরুরি।

২. নানাবিধ ভাইরাস সংক্রমণে ত্বকে ফোসকা পড়ে প্রদাহ তীব্র হতে পারে।

৩. স্টাইলিং বা রাসায়নিক প্রসাধনী ব্যবহার ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে, ফলে ফলিকলে প্রদাহ বাড়ে।

প্রতিকার কী?

পরিষ্কার রাখা: ত্বক নিয়মিত পরিষ্কার ও শুষ্ক রাখুন। এটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ।

স্টাইলিং কম: বেশি রাসায়নিক বা প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন, যাতে ত্বকে অতিরিক্ত চাপ না পড়ে।

চিকিৎসকের পরামর্শ: প্রদাহ তীব্র হলে, চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।

আপনার চুলের যত্নে মাথার ত্বককে অবশ্যই সুস্থ রাখতে হবে। দূষণ, আর্দ্রতা, স্টাইলিং থেকে বিরত থাকলেই চুলের স্বাস্থ্য বহু দিন ভাল থাকতে পারে।

Advertisement
আরও পড়ুন