Curly Hair

চুল কোঁকড়ানো করতে চান? সালোঁয় যাওয়ার সময় না থাকলে বাড়িতেই করে নিন, শিখুন সহজ পদ্ধতি

কোঁকড়ানো চুল বাড়িতেও করা যায়। তার অনেক পদ্ধতি আছে। যদি কার্লারের সাহায্যে করতে চান তা হলে একরকম, আর যদি ঘরোয়া উপায়ে চান, তা হলে ধাপে ধাপে পদ্ধতি শিখে নিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:০৩
বাড়িতে চুল কোঁকড়ানো করতে কী কী করবেন?

বাড়িতে চুল কোঁকড়ানো করতে কী কী করবেন? ছবি: ফ্রিপিক।

সোজা চুল কোঁকড়ানো করার শখ অনেকেরই থাকে। তারকাদের কায়দায় একমাথা ঝাঁকড়া চুল অথবা ঢেউখেলানো চুল চাইলে, তার জন্য সালোঁয় যেতেই হয়। কোঁকড়ানো চুল সামলানো বেশ ঝক্কির ব্যাপার। তার উপর খরচও বেশি। বিভিন্ন পার্লারে চুল কার্ল করা হয় বটে, তবে তার খরচও বেশি। তা হলে কি কোঁকড়ানো চুলের সাধ অধরা থাকবে?

Advertisement

কোঁকড়ানো চুল বাড়িতেও করা যায়। তার অনেক পদ্ধতি আছে। যদি কার্লারের সাহায্যে করতে চান তা হলে একরকম, আর যদি ঘরোয়া উপায়ে চান, তা হলে ধাপে ধাপে পদ্ধতি শিখে নিতে হবে।

যন্ত্র দিয়ে

সঠিক 'কার্লিং টুল' বেছে নিতে হবে আগে। যদি ঘন কোঁকড়ানো চুল চান তা হলে টুল একরকম হবে, আর যদি ঢেউখেলানো চুল চান, তা হলে সেই মতো কার্লিং টুল বেছে নিতে হবে। তাপমাত্রা রাখতে হবে হিসেব মতো। চুল যদি আগে থেকেই রুক্ষ হয়, তা হলে তাপমাত্রা ১৪০-১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি রাখা যাবে না। চুলের ঘনত্ব ভাল হলে ১৫০-১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখতে পারেন।

চুল আগে ভাল করে শুকিয়ে নিতে হবে। তার পর কয়েকটি ভাগে ভাগ করে নিন। ছোট ছোট গোছা নিয়ে নীচের দিক থেকে উপরের দিকে যন্ত্রটি চালাতে হবে। চুলে লেয়ার তৈরি হলে আর বেশি টানাটানি করবেন না। সেই ভাবেই ছেড়ে দিতে হবে চুল। সঙ্গে সঙ্গে আঁচড়াবেন না। কিছু ক্ষণ করে ধীরে ধীরে চুলে ব্রাশ করে নিতে হবে।

ঘরোয়া পদ্ধতিতে

প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এ বার বড় দাঁড়ার চিরুণি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ে নিন। জট থাকা চলবে না। এ বার মাথার মাঝখান দিয়ে সিঁথে কেটে চুল দু'ভাগে ভাগ করে নিন। দু'দিকে দু'টি বিনুনি বাঁধুন। ডগার অংশ মুড়ে রবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। তবে খেয়াল রাখবেন ঠিক কতটা কোঁকড়ানো চুল চান আপনি। একটু ঢেউ খেলানো ভাব চাইলে হালকা করে বিনুনি বাঁধতে হবে। আর বেশি কোঁকড়ানো চুল চাইলে শক্ত করে বিনুনি বাঁধতে হবে। তা ছাড়া রোলারও ব্যবহার করতে পারেন। গোছা গোছা চুল রোলারে বেঁধে মাথায় আটকে রাখুন। চার ঘণ্টা পর খুলে দিন। বেশি কোঁকড়া চুল চাইলে তার চেয়ে বেশি সময় রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন