Tree Planatation

দুধ-স্নানে ভাল হবে গাছের স্বাস্থ্য! কেন তা ব্যবহার করবেন, কোন উপকার হবে এতে?

মানবদেহের জন্য যা পুষ্টিকর, তা কিন্তু গাছের খাবারও হতে পারে। অনেক সময় বাসি দুধ একটু গন্ধ হয়ে গেলে বা টক লাগলে ফেলে দেওয়া হয়। তবে তা ফেলে না দিয়ে বাগান পরিচর্যার কাজে লাগানো যেতে পারে।

Advertisement
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:২৯

ছবি: সংগৃহীত।

দুধ খেলে শরীরে শক্তি হয়, ছোটদের বোঝান অভিভাবকেরা। কথাটি ভুল নয় মোটেই। এটি এমন এক খাবার যাতে মেলে প্রোটিন, ক্যালশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি। এক সঙ্গে এত পুষ্টিগুণের জন্যই একে সুষম খাবারের তালিকায় ফেলা হয়।

Advertisement

মানবদেহের জন্য যা পুষ্টিকর তা কিন্তু গাছের খাবারও হতে পারে। অনেক সময় বাসি দুধ একটু গন্ধ হয়ে গেলে বা টক লাগলে ফেলে দেওয়া হয়। তবে তা ফেলে না দিয়ে বাগান পরিচর্যাতেও কাজে লাগতে পারে। দুধে থাকা ভিটামিন বি উদ্ভিদের বেড়ে ওঠার জন্য জরুরি। দুধ মাটির পুষ্টিগুণ বৃদ্ধিতেও কাজে লাগে, তার কারণ এতে রয়েছে ক্যালশিয়াম-সহ নানা রকম খনিজ। গাছের শিকড়ের পচে যাওয়া রোধ করতে, ফুল-ফলের বৃদ্ধিতে খনিজটির প্রয়োজন হয়। খনিজটির অভাব হলে গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। পচে যেতে পারে শিকড়।

জৈব প্রক্রিয়ায় চাষে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমনই একজন জানাচ্ছেন, দুধ গাছে আর্দ্রতা এবং ক্যালশিয়াম জোগাতে সাহায্য করে। দুধ এবং জল মেশাতে হবে সম পরিমাণে। তার পর সেটি গাছের পাতায়, কাণ্ডে এবং মাটিতে স্প্রে করতে হবে। তার কিছু ক্ষণ পরে কাপড় দিয়ে গাছের পাতাগুলি মুছে নিতে হবে। না হলে লেগে থাকা দুধ থেকেই পাতা পচে যেতে পারে বা জীবাণুর সংক্রমণ হতে পারে।

Advertisement
আরও পড়ুন