Keep Pigeons Away

পায়রাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! ৫ কৌশল মেনে চললেই বাড়িতে পাখির উৎপাত থেকে মুক্তি পাবেন

হাত নেড়ে, আওয়াজ করে পায়রা তাড়িয়ে বেশি ক্ষণ স্বস্তি পাবেন না। তার চেয়ে বরং দীর্ঘমেয়াদি কৌশল প্রয়োগ করে দেখুন। পায়রার উৎপাত খানিক কমতে পারে বলে আশা করা যায়। তবে এমন উপায় অবলম্বন করা উচিত, যাতে পাখিরা ক্ষতিগ্রস্ত না হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৯:২৮
How to keep pigeons away from your balcony and kitchen to avoid mess and health risks

পায়রার দৌরাত্ম্যে বিরক্ত আপনি? ছবি: সংগৃহীত।

আপাত ভাবে একেবারেই ক্ষতিকারক নয়। দেখতেও ভারি সুন্দর বলে মনে করেন অনেকেই। কিন্তু পায়রার দৌরাত্ম্য সব গৃহস্থের বাড়িতে সুখকর নয়। তা ছাড়া বাড়ির আশপাশে পায়রা থাকা স্বাস্থ্যের জন্যেও আদপে ভাল নয়। আপাত ভাবে ক্ষতিকারক না মনে হলেও নীরবে শরীরে সমস্যা দেখা দিতে পারে। উপরন্তু পায়রা বারান্দা বা জানলায় বাসা বাঁধলে অপরিচ্ছন্ন হয়ে যায় চারপাশ। পায়রার বিষ্ঠায় ভরে ওঠে ঘরবাড়ি। দেওয়াল, মেঝে চারদিকে দাগ ধরে যায়। ফলে দুর্গন্ধ, অপরিচ্ছন্নতা বসবাসের অযোগ্য করে দেয়। পায়রা বিষ্ঠায় যে ব্যাক্টেরিয়া, ভাইরাস, ছত্রাক থাকে, তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। পায়রা যত ঘোরঘুরি করবে, পোকামাকড়ের দাপটও তত বাড়বে। সব মিলিয়ে এ কথা স্পষ্ট, পায়রার সঙ্গে একত্রবাস করা মোটেও সুখকর নয়।

Advertisement

হাত নেড়ে, আওয়াজ করে পায়রা তাড়িয়ে বেশি ক্ষণ স্বস্তি পাবেন না। তার চেয়ে বরং দীর্ঘমেয়াদি কৌশল প্রয়োগ করে দেখুন। পায়রার উৎপাত খানিক কমতে পারে বলে আশা করা যায়। তবে এমন উপায় অবলম্বন করা উচিত, যাতে পাখিরা ক্ষতিগ্রস্ত না হয়।

How to keep pigeons away from your balcony and kitchen to avoid mess and health risks

বাড়ির আশপাশে পায়রা থাকা স্বাস্থ্যের জন্যেও আদপে ভাল নয়। ছবি: সংগৃহীত।

১। কাঁটা লাগানো: প্লাস্টিকের কাঁটা পাখির ক্ষতি করে না। তাই এমন জিনিস ব্যবহার করা যায়। পাখি চাইলেও উ়ড়ে এসে বসতে পারবে না বারান্দার রেলিংয়ে বা জানলায় অথবা শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বাইরের ইউনিটের উপরে।

২। সিডি ডিস্ক ঝোলানো: সিডি বা তেমন কোনও ডিস্কে আলো প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে যায়। পাখি তাড়ানোর জন্যও তাই এমন ডিস্ক খুব কার্যকরী। সিডির বদলে অ্যালুমিনিয়ামের পাত ঝুলিয়ে দিলেও কাজ হবে। ওই আলোয় চোখ ধাঁধায় বলে কাছে ঘেঁষে না পায়রা।

৩। তীব্র গন্ধের প্রয়োগ: পায়রার পছন্দ নয়, এমন গন্ধের প্রয়োগ করলে কাজ দিতে পারে। মশলার কড়া গন্ধ তাদের সহ্য হয় না। লাল লঙ্কাগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুনের জল অথবা ভিনিগার যদি বারান্দা বা জানলায় ছড়িয়ে রাখা যায়, সে বাড়ি থেকে দূরে থাকবে পায়রা।

৪। খাবার না রাখা: খাবারের টুকরো যেন ভুল করেও না পড়ে বারান্দা বা জানলায়। খাবারের কণার আকর্ষণে ঠিক হাজির হতে পারে তারা। তাই খাবার রাখবেন না। তা ছাড়াও গাছপালা বা কার্ডবোর্ড রেখে দিলে সেগুলির সাহায্যে বাসা বাঁধার চেষ্টা করবে পায়রার দল।

৫। জাল টাঙানো: সবচেয়ে কার্যকরী উপায় হল, জাল টাঙিয়ে দেওয়া। কিন্তু জাল অনেকেই পছন্দ করেন না তাঁদের বারান্দায়। এতে সৌন্দর্য নষ্ট হয়। সে ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতিগুলি অবলম্বন করে দেখা যায়। কিন্তু যদি কম খাটনিত সেরা ফল পেতে চান, তা হলে একেবারে নেট দিয়ে ঢেকে দিতে পারেন বারান্দা বা জানলা।

Advertisement
আরও পড়ুন