Car Decoration Tips

গাড়ির ভিতরে সাজ হোক ছিমছাম, তবে প্রয়োজনের সব কিছুই মিলবে নাগালে, কী কী রাখবেন সেখানে?

কেউ গাড়ি সাজাতে ব্যবহার করেন নানা রকম মডেল, সুগন্ধী। তবে বাহুল্য বর্জিত, ছিমছাম সাজসজ্জাও কিন্তু দেখতে বেশ লাগে। কী ভাবে প্রয়োজনের জিনিস দিয়েই গাড়ি সাজাবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬
গাড়ির অন্দরসাজ হোক ছিমছাম।

গাড়ির অন্দরসাজ হোক ছিমছাম। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গাড়ির বাইরের ধুলো ঝারা, রং, জৌলুস নিয়ে অনেকে যতটা ভাবেন ততটা নজর থাকে না, ভিতরের অংশে। কোনও কোনও গাড়িতে উঠলেই যেমন বিশ্রী, ভ্যাপসা গন্ধ টের পাওয়া যায়, তেমনই ভিতরটা থাকে অপরিচ্ছন্ন। গাড়ির বিভিন্ন অংশে ফাঁকফোকরে এটা-সেটা রাখা, পিছনের সিটে জিনিসপত্র ছড়িয়ে রাখার অভ্যাস থাকে অনেকেরই। তা মোটেই সুবিধাজনক বা দৃষ্টিনন্দন নয়। বদলে সহজ কয়েকটি কৌশলে গাড়ির ভিতরটা পরিষ্কার রাখা যায়, বদলানো যায় অন্দরের সজ্জা।

Advertisement

১। সিগারেট, চিপ্‌স— এই সব খাওয়ার অভ্যাস থাকলে গাড়ির ভিতরেই ছোট্ট ডাস্টবিন রাখতে পারেন।গাড়িতে খাওয়া-দাওয়া করলেও প্যাকেট ময়লা ফেলার পাত্রে ভরে রাখতে পারেন। গাড়ির বিভিন্ন ফাঁক ফোকরে অনেকে এমন ভাবে প্যাকেট গুঁজে রাখেন যা বিশ্রী দেখায়।

২। গাড়ির মধ্যে যদি চান প্রাকৃতিক এবং মিষ্টি গন্ধ থাকবে তা হলে ব্যবহার করুন কর্পূর বা পটপুরি। কর্পূর রাখতে পারেন সুদৃশ্য কোন নুনদানিতে।তাতে যেন ছিদ্র থাকে। সেখান দিয়ে গন্ধ বেরোবে। ছোট্ট কোনও ছিদ্রযুক্ত ব্যাগে পটপুরি ভরে ঝুলিয়ে রাখতে পারেন। এতেও গাড়িতে জ্বালানি বা ভ্যাপসা গন্ধ দূর হবে।

৩। গাড়িতে যদি নিয়মিত শিশুরা বসে তা হলে পিছনের আসনে ছোট একটি বাক্সে তাদের জন্য বই, আঁকার সরঞ্জাম রাখতে পারেন। আরামদায়ক বালিশ, সফ্‌ট টয়েজ রাখতে পারেন সেখানে।

৪। গাড়ির সিটের পিছনের দিকে রাখার জন্য নানা রকম অর্গানাইজ়ার পাওয়া যায়। যেখানে মোবাইল, ট্যাব, ছোট ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক গুছিয়ে রাখা যায়। খাওয়ার জন্য ছোট্ট ভাঁজ করা টেবিলও আটকানো যায়। প্রায়ই গাড়ি নিয়ে লম্বা সফর করলে এই ধরনের অর্গানাইজ়ার ব্যবহার সুবিধাজনক হবে। সমস্ত জরুরি জিনিস গুছিয়ে রাখা যাবে।এগুলি খুব সহজে গাড়ির চালকের পিছনের অংশ আটকে দেওয়া যায়, ইচ্ছামতো খোলা যায়।

৫। অনেকেই গাড়িতে নানা রকম মডেল, ছবি, স্প্রিং দেওয়া জিনিস ব্যবহার করেন। জবরজং সজ্জা কিন্তু চোখের পক্ষে আরামদায়ক হয় না। তার উপর সেই সব পরিষ্কারের ঝক্কি থাকে। গাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে এমন জিনিস রাখুন যা সহজে পরিষ্কার করা যায়।

Advertisement
আরও পড়ুন