স্যাঁতসেঁতে আবহেও বেড়ে উঠবে এমন কোন গাছ রাখতে পারেন স্নানঘরে?
শোয়ার ঘর, বসার ঘরের সাজসজ্জা, পরিবেশ নিয়ে সকলের মাথাব্যথা থাকলেও, স্নানঘরটি রয়ে যায় অবহেলাতেই। স্যাঁতেসেতে পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন কোণ, বিশ্রী গন্ধ মেজাজেও প্রভাব ফেলে। তবে খুব সহজেই স্নানঘর করে তুলতে পারেন স্পায়ের মতো। কয়েকটি গাছই সেই ভোলবদল করতে পারে।
স্পাইডার প্ল্যান্ট
অনেকের বাড়িতেই এই গাছটি দেখতে পাওয়া যায়। চাইলে স্নানঘরেও রাখতে পারেন স্পাইডার প্ল্যান্ট। এই গাছের বেড়ে ওঠার জন্য বিশেষ আলোর দরকার পড়ে না। স্নানঘরের স্যাঁতসেতে আবহাওয়াতেও স্পাইডার প্ল্যান্ট দিব্যি মানিয়ে নিতে পারে। স্নানঘরের ভ্যাপসা বাতাস শুদ্ধ করতেও গাছটি ভূমিকা নিতে পারে।
পিস লিলি
স্নানঘরের ফুলের ছোঁয়া মুহূর্তে বদলে দিতে পারে মেজাজ। পিস লিলি স্নানঘরেও দিব্যি মানায়। সবুজ পাতার ফাঁক-ফোঁকর দিয়ে সাদা ফুল মাথা দোলায়। অল্প আলো-বাতাসেও পিস লিলি সুন্দর বেড়ে ওঠে। শুধু স্নানঘর বলে নয়, যে কোনও স্থানেই পিস লিলি রাখা যেতে পারে। তবে সপ্তাহে ২-৩ দিন স্নানঘরের বাইরে হালকা রোদে গাছটি ৩-৪ ঘণ্টা রেখে দিলে সেটি ভাল থাকবে।
গোল্ডেন পোথোস
বাহারি এই গাছ রাখতে পারেন স্নানঘরে। লতানে এই গাছ আর্দ্র পরিবেশে খুব ভাল থাকে। কম আলো থেকে বেশি আলো সব জায়গাতেই এই গাছ সমান স্বচ্ছন্দ। গাছের পাতা হলদে হয়ে গেলে বা ঝরতে শুরু করলে আলো-হাওয়া আসে এমন স্থানে গাছটি কিছু দিনের জন্য রেখে দিতে পারেন। তবে সরাসরি সূর্যালোকে এটি রাখা যাবে না।