Smart Bathroom

কমোডেও জ্বলবে আলো, শাওয়ার যেন ঝর্না! স্নানঘর হয়ে উঠুক ‘স্মার্ট’, বদলে যাক রোজের অভিজ্ঞতা

স্নানঘরে থাক বৈভবের ছোঁয়া। আধুনিক সরঞ্জামেই ভোল বদল সম্ভব।কোন জিনিসগুলি বদলাতে হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫
কী ভাবে আধুনিক হয়ে উঠবে স্নানঘর?

কী ভাবে আধুনিক হয়ে উঠবে স্নানঘর? ছবি: সংগৃহীত।

ঝকঝকে স্নানঘর, বড় বাথটব থেকে আধুনিক কল, শাওয়ার লাগানো সুদৃশ্য স্নানঘর সকলেরই ভাল লাগে। ভাবছেন, এ সব শুধুই হোটেল, রিসর্টে মেলে? তা কিন্তু নয়, চাইলে এমন বৈভবের ছোঁয়া আনতে পারেন বাড়ির স্নানঘরেও। খোলনলচে বদলাতে হবে না। শুধু দরকার কয়েকটি আধুনিক সরঞ্জাম।

Advertisement

এলইডি আয়না

আলো জ্বলা আয়না,  দেওয়ালে লাগানো কেবিন বদলে দিতে পারে স্নানঘরের অন্দরসজ্জা।

আলো জ্বলা আয়না, দেওয়ালে লাগানো কেবিন বদলে দিতে পারে স্নানঘরের অন্দরসজ্জা। ছবি: সংগৃহীত।

অন্ধকার স্নানঘর, বিশ্রী গন্ধ— মেজাজ নষ্ট করে। পুরনো আয়নার বদলে সেখানে রাখুন এলইডি আয়না। স্নানঘরের জন্য নানা আকৃতির আয়না পাওয়া যায়। আলোর সঠিক ব্যবহার মায়াবি পরিবেশ তৈরি করতে পারে। চড়া আলোর চেয়ে কখনও হালকা আলো মন এবং চোখের আরাম বাড়িয়ে দেয়।

স্পর্শহীন সরঞ্জাম

না ছুঁয়ে কাজ হবে। কাজ করবে সেনশর।

না ছুঁয়ে কাজ হবে। কাজ করবে সেনশর। ছবি:সংগৃহীত।

কলের নীচে হাত রাখবেন, এমনি জল পড়বে। সুইচ চালাতে হবে না, কাছে গেলে নিজে থেকেই আলো জ্বলবে।কমোডেও এমন আলোর ব্যবস্থা থাকে। সেনশর লাগানো এমন সরঞ্জাম বদলে দিতে পারে স্নানঘরের রূপ। আধুনিক জিনিসগুলি ব্যবহারপোযোগীও হয় অনেক বেশি।

শাওয়ার

শাওয়ারেও ভোল বদল সম্ভব।

শাওয়ারেও ভোল বদল সম্ভব। ছবি: সংগৃহীত।

এলইডি আলো যুক্ত সেনশর লাগানো শাওয়ার পাওয়া যায়। জলের গতি, জল কী ভাবে পড়বে সেগুলিও নিয়ন্ত্রণ করা যায় আধুনিক শাওয়ারে। দেওয়াল জুড়ে থাকে শাওয়ার প্যানেল। নির্দিষ্ট জলের বেগ শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে।

বাথ ম্যাট

স্নানঘরের ভোল বদলে দিতে পারে ছোটখাটো জিনিসও। জল পড়লে মেঝে পিচ্ছিল হয়ে যেতে পারে। স্নান করে বেরোনোর জায়গাটিতে রাখুন অ্যান্টি-স্লিপারি বাথ ম্যাট। এই ধরনের ম্যাটে পা মোছা যায়। পিচ্ছিল মেঝেতে হড়কে যাওয়ার ভয় থাকে না।

ডিফিউজ়ার

স্নানঘরে যাতে সুগন্ধ থাকে সে কারণে ডিফিউজ়ার লাগাতে পারেন। স্নানঘরে ব্যবহারের জন্যই ডিফিউজ়ার থাকে। এতে পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়ে রাখুন। প্রাকৃতিক সুবাস মেজাজ ভাল রাখতেও সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন