Egg Shell For Sharpen Scissors

ডিমের খোসায় ধার বাড়বে কাঁচির! ঘরোয়া উপায় রয়েছে আরও, কী সেগুলি

ছুরি, কাঁচি ব্যবহার করতে করতে ধার কমে যায়। সব সময় সেগুলি ধার দেওয়ার জন্য পেশাদার লোক পাওয়া যায় না। সেই কারণে ঘরোয় কৌশল অনুসরণ করে দেখুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৯
ডিমের খোসা  দিয়ে ধার  বাড়ানো যাবে কাঁচির?  কী ভাবে?

ডিমের খোসা দিয়ে ধার বাড়ানো যাবে কাঁচির? কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ডিম খেয়ে খোসাটি ফেলেই দেন। তবে রাখলে কাজে লাগতে পারে নানা ভাবেই। এই যেমন কাঁচিতে ধার দিতে! অবাক হলেও, একবার পরখ করে দেখতেই পারেন। ফল পাবেন হাতেনাতে।

Advertisement

যাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চর্চাকারী, লেখক নাওমিখা এক সাক্ষাৎকারে বলছেন, দৈনন্দিন ব্যবহারে ধার কমে যাওয়া কাঁচির ধার খানিকটা হলেও বাড়ানো যেতে পারে ডিমের খোসার সাহায্যে। পদ্ধতি সাধারণ। ডিমের খোসা ধুয়ে, শুকিয়ে নিতে হবে। হালকা চাপে অল্প ভেঙে নিতে হবে। সেই খোাসাটি কাঁচির সাহায্য কাটতে হবে। ডিমের খোসার গুঁড়োই কাঁচির ধার বৃদ্ধি করবে। তবে একেবারে ভোঁতা কাঁচি হলে চলবে না, সামান্য একটু ধার কমে যাওয়া কাঁচির ক্ষেত্রে এই কৌশল কার্যকর।

কাঁচিতে ধার দেওয়ার কৌশল।

কাঁচিতে ধার দেওয়ার কৌশল। ছবি: সংগৃহীত।

কাঁচির ধার বৃদ্ধির কৌশল রয়েছে আরও। অ্যালুমিনিয়াম ফয়েল কাঁচি দিয়ে কেটে নিন। এতেও কাজ হবে।

আর একটি কৌশল আছে। কাঁচিটিকে একটি কাচের পাত্রের কিনারা বরাবর হালকা চাপ দিয়ে বন্ধ করার চেষ্টা করুন, যেন কাঁচিটি পাত্রটিকে কাটছে। এ ভাবেও কাজ হবে।

ছুরির ধার বৃদ্ধির উপায়

· শুধু কাঁচি নয়, হেঁশেল অত্যন্ত প্রয়োজনীয় ছুরিও। সেটির ধার বাড়াতেও বেছে নিয়ে পারেন ঘরোয়া পন্থা। সেরামিকের পাত্রের পিছনের দিকের অসমান অংশে ছুরি ঘষে ধার বাড়িয়ে নিতে পারেন।

· খবরের কাগজ ছুরির সাহায্যে বার কয়েক কাটলেও ধার বাড়তে পারে।

Advertisement
আরও পড়ুন