মারধর থেকে গালমন্দ! মায়ের হাতে নিগৃহীত হতেন জয়া, শিশুমনে অভিভাবকের নির্যাতনের প্রভাব কতদূর
লখনউয়ের বাঙালি পরিবারের সন্তান জয়া ভট্টাচার্যের ছোটবেলা আদর-যত্নে কাটেনি। তাঁর প্রতি মায়ের রাগ ও অভিমান শারীরিক অত্যাচারের আকার নিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনোবিদ আত্রেয়ী ভট্টাচার্য মনে করিয়ে দিচ্ছেন, ভারতে শিশু নির্যাতনের ঘটনা কতখানি বেশি।