ক্যানভাসে অচেনা ছন্দের তুলির টান, বিমূর্ত চিত্রকলার শিল্প প্রদর্শনী সিমা গ্যালারিতে
প্রায় ১২৫টি নানা মাপের বিমূর্ত ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনী, বিমূর্ত চিত্রণ ও তার ইতিহাস বিষয়ে নতুন করে ভাবনার অবকাশ রাখল। ১৯ ডিসেম্বর, শুক্রবার বিমূর্ত চিত্রকলা বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ ও নবীন প্রজন্মের বিমূর্ত শিল্পভাবনা মিলে গেল এক নতুন ছন্দে।