গালভর্তি ব্রণ, রুক্ষ ত্বক, নিছক ত্বকের সমস্যা না-ও হতে পারে, কর্টিসলের মাত্রা বেড়ে যায়নি তো?
দৈনন্দিন কাজের জন্য কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনের প্রয়োজনীয়তা অঢেল। কিন্তু যখন দীর্ঘ দিন ধরে কোনও ব্যক্তি মানসিক চাপে থাকেন, ঘুমের অভাব হয়, শরীর খারাপ থাকে, বা অস্বাস্থ্যকর জীবনযাপন করে থাকেন, তখন শরীরে কর্টিসলের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তখনই ‘কর্টিসল ফেস’ তৈরি হতে পারে।