Indian Test centurions at lords

নেই সচিন, গাওস্কর, বিরাট! লর্ডসে টেস্টে শতরান করা ভারতীয়দের তালিকায় রয়েছেন বাঙালি ব্যাটার, প্রধান নির্বাচকও

লর্ডসের মাঠে এ পর্যন্ত ১০ জন ভারতীয় টেস্টে শতরান করেছেন। এর মধ্যে এক ব্যাটার করেছেন তিনটি শতরান। তবে সেই তালিকায় নেই গাওস্কর, সচিন বা কোহলির নাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৪:২২
০১ ১৪
Indian Test centurions at lords

শুরু হল ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। লিডসের প্রথম টেস্টে হারলেও বার্মিংহামে দুর্দান্ত জয় পেয়ে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। লর্ডসে এ বার সিরিজ়ে এগিয়ে যাওয়ার লড়াই।

০২ ১৪
Indian Test centurions at lords

সিরিজ়ে এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে ব্যাট করেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্টে শতরান করার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন ডানহাতি ব্যাটার।

০৩ ১৪
Indian Test centurions at lords

লর্ডসেও কি ভারতের অধিনায়কের ব্যাটে রানের ঝলক দেখা যাবে? আসবে আরও একটা শতরান?

Advertisement
০৪ ১৪
Indian Test centurions at lords

লর্ডসের মাঠে এ পর্যন্ত ১০ জন ভারতীয় টেস্টে শতরান করেছেন। এর মধ্যে এক ব্যাটার করেছেন তিনটি শতরান। তবে সেই তালিকায় নেই গাওস্কর, সচিন বা কোহলির নাম। কারা আছেন সেই তালিকায়?

০৫ ১৪
Vinod Mankad (1952)

বিনু মাঁকড় (১৯৫২): লর্ডসে ভারতের হয়ে প্রথম শতরানটি করেন বিনু মাঁকর। ১৯৫২ সালের জুনে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। ওপেন করতে নেমে ১৮৪ রান করেন বিনু। তবে আট উইকেটে ম্যাচটি হারতে হয় ভারতকে।

Advertisement
০৬ ১৪
Gundappa Viswanath (1979)

গুন্ডাপ্পা বিশ্বনাথ (১৯৭৯): এর ২৭ বছর পর লর্ডসে দ্বিতীয় ভারতীয় হিসাবে শতরান করেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করেন তিনি। সেই ম্যাচে শতরান করেন দিলীপ বেঙ্গসরকরও। ড্র হয় লর্ডসের সেই টেস্ট।

০৭ ১৪
Dilip Vengsarkar (1979, 1982, 1986)

দিলীপ বেঙ্গসরকর (১৯৭৯, ১৯৮২, ১৯৮৬): ১৯৭৯ তো বটেই, এর পরেও দু’বার লর্ডসের মাঠে শতরান করেছেন দিলীপ বেঙ্গসরকর। এর মধ্যে ১৯৮২ সালের জুনে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান করেন মুম্বইকর। তবে সেই ম্যাচে সাত উইকেটে হেরে যায় ভারত। এর পর ১৯৮৬-এর ইংল্যান্ড সফরেও লর্ডসে শতরান করেন তিনি। সেই ম্যাচে অবশ্য পাঁচ উইকেটে জেতে ভারত।

Advertisement
০৮ ১৪
Ravi Shastri (1990)

এর পর লর্ডসে শতরান করা ভারতীয় হলেন রবি শাস্ত্রী। ১৯৯০ সালে প্রথম ইনিংসে শতরান করেন তিনি। ওপেন করতে নেমে ১০০ রান করেছিলেন অলরাউন্ডার।

০৯ ১৪
Mohammad Azharuddin (1990)

মহম্মদ আজ়হারউদ্দিন (১৯৯০): ওই ম্যাচে শতরান করেছিলেন মহম্মদ আজ়হারউদ্দিনও। ১১১ বলে ১২১ রানের ইনিংস খেলেন তিনি। তবে গ্রাহাম গুচের ৩৩৩ এবং ১২৩ রানের সৌজন্যে ২৪৭ রানে ম্যাচ হেরে যায় ভারত।

১০ ১৪
Sourav Ganguly (1996)

সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬): এর ছয় বছর পর লর্ডসের মাঠে শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ইনিংসে ১৩১ রান করেন বাঙালি ব্যাটার। রাহুল দ্রাবিড় করেন ৯৫ রান। ম্যাচটি ড্র হয়।

১১ ১৪
Ajit Agarkar (2002)

অজিত আগরকর (২০০২): সপ্তম ভারতীয় হিসাবে ২০০২ সালে লর্ডসে শতরান করেন অজিত আগরকর। দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে ১০৯ রানে অপরাজিত থেকে যান ভারতের বর্তমান প্রধান নির্বাচক। তবে সেই ম্যাচে ১৭০ রানে হেরে যায় ভারত।

১২ ১৪
Rahul Dravid (2011)

রাহুল দ্রাবিড় (২০১১): এর ন’বছর পর লর্ডসে শতরান করেন রাহুল দ্রাবিড়। তবে দ্রাবিড়ের ১০৩ রানও সে ম্যাচে ভারতকে বাঁচাতে পারেনি। ১৯৬ রানে হারতে হয় ধোনির ভারতকে।

১৩ ১৪
Ajinkya Rahane (2014)

অজিঙ্ক রাহানে (২০১৪): ২০১৪ সালে নবম ভারতীয় হিসাবে লর্ডসের মাঠে শতরান করেন অজিঙ্ক রাহানে। ১০৩ রান করেন মুম্বইকর। ইশান্ত শর্মার সাত উইকেটের সৌজন্যে ৯৫ রানে ম্যাচ জেতে ভারত।

১৪ ১৪
KL Rahul (2021)

লোকেশ রাহুল (২০২১): লর্ডসের মাঠে ভারতের হয়ে শেষ শতরানটি করেন লোকেশ রাহুল। চার বছর আগের সেই ম্যাচে প্রথম ইনিংসে ১২৯ রান করেন রাহুল। ১৫১ রানে ম্যাচ জেতে ভারত।

সব ছবি:সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি