Indian Team Jersey Price

ভারতীয় দল স্পনসর হারাতেই জার্সির দাম কমল ৮০ শতাংশ! কত টাকায় বিক্রি হচ্ছে কোহলিদের জার্সি

‘ড্রিম ১১’ আর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর নেই। তারা সরে দাঁড়াতেই ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম কমে গিয়েছে। কত টাকায় বিক্রি হচ্ছে জার্সি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৯
cricket

‘ড্রিম ১১’ লেখা বিরাট কোহলির এই জার্সির দাম কমে গিয়েছে। —ফাইল চিত্র।

কয়েক দিন পরেই শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। অনেক কম দামে ভারতীয় ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তাঁরা। ‘ড্রিম ১১’ আর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর নেই। তারা সরে দাঁড়াতেই ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম কমে গিয়েছে।

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা অ্যাডিডাস। তারা জানিয়েছে, ‘ড্রিম ১১’ লেখা জার্সির দাম ৮০ শতাংশ কমে গিয়েছে। আগে এই জার্সি বিক্রি হত ৫৯৯৯ টাকায়। এখন তা বিক্রি হবে ১১৯৯ টাকায়। অর্থাৎ, ৪৮০০ টাকা দাম কমেছে। অ্যাডিডাসের দোকান থেকে অনলাইনে কম টাকায় জার্সি কেনা যাবে।

শুধু পুরুষদের নয়, মহিলাদের জার্সির দামও কমে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানাদের জার্সিও ১১৯৯ টাকায় কেনা যাবে।

টাকার বিনিময়ে অনলাইনে খেলা যায় এমন অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে ‘ড্রিম ১১’। চলতি বছর অগস্ট মাসে চুক্তি শেষ করেছে তারা। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি সই করেছিল ‘ড্রিম ১১’। ২০২৬ সাল পর্যন্ত সেই চুক্তি ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর সরে দাঁড়িয়েছে তারা। এই বিষয়ে অবশ্য বিসিসিআই বা ‘ড্রিম ১১’ কোনও ঘোষণা করেনি। কিন্তু ইতিমধ্যেই নতুন স্পনসরের জন্য দরপত্র ঘোষণা করেছে বোর্ড। তা থেকে পরিষ্কার, নতুন স্পনসরের খোঁজ করছে তারা।

এশিয়া কাপের জন্য জার্সি আগেই তৈরি করে ফেলেছিল অ্যাডিডাস। তাতে স্পনসর হিসাবে ‘ড্রিম ১১’ –এর নাম ছিল। কিন্তু এই পরিস্থিতিতে এশিয়া কাপ স্পনসর ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে। নতুন স্পনসর আসার আগে পুরনো জার্সি বিক্রি করে দিতে চাইছে অ্যাডিডাস। সেই কারণেই জার্সির দাম এতটা কমিয়ে দিয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন