India vs England 2025

মুম্বইয়ের সাজঘরে ঝামেলা অতীত, ইংল্যান্ডের মাটিতে ওপেনার যশস্বীকে সফল দেখতে চান রাহানে

রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর প্রথম টেস্ট সিরিজ় খেলছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন জন ক্রিকেটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৬:২৭
Picture of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

গত রঞ্জি মরসুমে মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন যশস্বী জয়সওয়াল। জম্মু-কাশ্মীরের কাছে হারের পর যশস্বী নাকি রাগে লাথি মেরেছিলেন রাহানের কিট ব্যাগেও। মুম্বইয়ের হয়ে আর না খেলার কথাও ভাবতে শুরু করেন তরুণ ক্রিকেটার। অথচ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে রাহানের অন্যতম বাজি যশস্বীই। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার ভরসা রাখছেন রঞ্জি দলের জুনিয়র সতীর্থের উপর।

Advertisement

রাহানে মনে করেন ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারলে ওপেনার হিসাবে সফল হবেন যশস্বী। তাঁর সেই দক্ষতা রয়েছে। তিন জন ব্যাটারকে নিয়ে আশায় আছেন রাহানে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে যশস্বীর ব্যাটিং নিয়ে আমি খুবই আগ্রহী। ওর ভাল খেলার দিকে তাকিয়ে আছি। কারণ ইংল্যান্ডে ওপেনিং খুব গুরুত্বপূর্ণ।’’ তরুণ সতীর্থের প্রশংসা করে রাহানে আরও বলেছেন, ‘‘যশস্বীর যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। ২২ গজের এক প্রান্ত ধরে রাখার মতো দক্ষতা রয়েছে ওর। প্রয়োজনে আগ্রাসী ব্যাটিং করতে পারে। সব মিলিয়ে ইংল্যান্ডের মাটিতে যশস্বীকে ভাল ফর্মে দেখতে চাই।’’

আর দু’জনের কাছে ভাল পারফরম্যান্স প্রত্যাশা করেন রাহানে। তাঁরা দু’জনেই বোলার। রাহানে বলেছেন, ‘‘চাইব জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ ভাল খেলুক। দলে ওরা সিনিয়র। দায়িত্ব নিতে হবে ওদের। বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে হবে। উইকেট নিতে হবে দু’জনকেই।’’ দুই বোলারকে নিয়ে রাহানে আরও বলেছেন, ‘‘সকলেই জানে বুমরাহ দুর্দান্ত বোলার। ওর উইকেট নেওয়ার দক্ষতাও প্রমাণিত। ওকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলকে সাহায্য করতে হবে। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জয়ের আলাদা গুরুত্ব রয়েছে। এটা মাথায় রেখে খেলতে হবে বুমরাহকে।’’

রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর লোকেশ রাহুলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন রাহানে। কারণ শুভমন গিলের দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।

Advertisement
আরও পড়ুন