bcb election

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তারকা যুদ্ধ! লড়াই দুই ক্রিকেটারের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর জানিয়েছিলেন, দ্রুত টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান। আচমকাই নিজের অবস্থান বদলে ফেললেন আমিনুল। জানালেন, আসন্ন নির্বাচনে লড়তে চান তিনি। কেন এই সিদ্ধান্ত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪
cricket

(বাঁ দিকে) আমিনুল ইসলাম। তামিম ইকবাল (ডান দিকে)। — ফাইল চিত্র।

তিন মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছিলেন, দ্রুত টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান। কারণ, কয়েক মাসের জন্যই দায়িত্ব নিয়েছিলেন তিনি। আচমকাই নিজের অবস্থান বদলে ফেললেন আমিনুল ইসলাম। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার জানালেন, আসন্ন নির্বাচনে লড়তে চান তিনি। সে ক্ষেত্রে আমিনুলের লড়াই হবে আর এক প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালের বিরুদ্ধে।

Advertisement

অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ বোর্ডের পরিচালন পর্ষদের নির্বাচন। বৃহস্পতিবারই সেই ঘোষণা হয়ে গিয়েছে। দু’-এক দিনের মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করার কথা আমিনুলের। সম্প্রতি সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনে লড়তে চান তিনি।

‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, আমিনুল বলেছেন, “আমার সভাপতি হতে চাওয়ার একটাই কারণ, যে কাজগুলো শুরু করেছিলাম সেগুলো ভাল ভাবেই এগোচ্ছে। তাই কাজগুলো অর্ধেক হওয়া অবস্থায় ফেলে না রেখে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তাই দায়িত্বে আসতে চাই।”

দ্রুত টি-টোয়েন্টি খেলার কথা বলেও কেন নির্বাচনে লড়তে চাইছেন? আমিনুল বলেন, “দ্রুত ইনিংসটা তো এখনও শেষ হয়নি। আগে সেটা শেষ হোক। যদি দায়িত্ব চালিয়ে যেতে পারি তা হলে টি-টোয়েন্টি থেকে ৫০ ওভার খেলার দিকে এগোবো। তা ছাড়া আমার মতে, যে কাজগুলো শুরু করেছি সেগুলো এগিয়ে নিয়ে যেতে আমার দায়িত্বে থাকা দরকার।”

শেষ বার বাংলাদেশ বোর্ডের নির্বাচন হয়েছিল ২০২১-এর ৬ অক্টোবর। পরের দিনই বোর্ডের বৈঠক হয়েছিল। তাই এখনকার কমিটিকে ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন করতেই হবে।

Advertisement
আরও পড়ুন