(বাঁ দিকে) অর্শদীপ সিংহকে অভিনন্দন অভিষেক শর্মার (ডান দিকে)। ছবি: এক্স।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া। আয়োজকদের হয়ে ব্যাট হাতে নজর কাড়লেন টিম ডেভিড। প্রথম একাদশে সুযোগ পেয়ে আবার নিজেকে প্রমাণ করলেন অর্শদীপ সিংহ। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হল ৬ উইকেটে ১৮৬ রানে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। বাঁহাতি জোরে বোলার আউট করে দেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তাঁর সঙ্গে যোগ দেন ছ’নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ম্যাথু শর্ট। তিনি খেলেন ১৫ বলে ৬৪ রানের ইনিংস। মারেন ২টি চার এবং ১টি ছক্কা। তাঁর সঙ্গে ছিলেন জ়েভিয়ার ব্রাটলেট (২ বলে ৩)।
ভারতের সফলতম বোলার অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নিলেন। ৩৩ রানে ২ উইকেট বরুণের। এ ছাড়া শিবম দুবে ৪৩ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।