Kane Williamson

নিউ জ়িল্যান্ডের হয়ে দু’ধরনের ক্রিকেট খেলবেন উইলিয়ামসন, কোন ফরম্যাট থেকে অবসর নিলেন?

দেশের হয়ে আর তিন ধরনের ক্রিকেট খেলবেন না কেন উইলিয়ামসন। তরুণদের স্বার্থে এক ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১০:৫৯
picture of Kane Williamson

কেন উইলিয়ামসন। ছবি: এক্স।

অবসর নিলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিলেন তিনি। দেশের হয়ে শুধু টেস্ট এবং এক দিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

Advertisement

২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। তার পর থেকে দেশের হয়ে ৯৩টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন ৩৫ বছরের ব্যাটার। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়েও খেলেননি উইলিয়ামসন। চোটের জন্য খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ও। গত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে প্রথম খেলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

টি-টোয়েন্টি ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৯৩টি ম্যাচে ৩৩.৪৪ গড়ে করেছেন ২৫৭৫ রান। সর্বোচ্চ ৯৫। ১৮টি অর্ধশতরানের ইনিংস রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১২৩.০৮। আগামী ফেব্রুয়ারিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘‘ক্রিকেট এমন একটা খেলা, যেটা খেলতে আমি ভালবাসি। দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি অনেক দিন। এই স্মৃতি এবং অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। আমার এবং দলের জন্য এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিকল্পনা করতে সুবিধা হবে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচুর প্রতিভা নিউ জ়িল্যান্ডে রয়েছে। ওদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া দরকার। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে। ওদের জন্য এটা গুরুত্বপূর্ণ।’’

নিউ জ়িল্যান্ডের হয়ে ২০২৪ সালের জুন মাসে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। ২০ ওভারের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের জার্সি গায়ে তাঁকে আর দেখা না গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন। আরও কিছু দিন টেস্ট এবং এক দিনের ক্রিকেট খেলতে চান উইলিয়ামসন।

Advertisement
আরও পড়ুন