বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। —ফাইল চিত্র।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের। সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ। শুধু জিম্বাবোয়ের সঙ্গে খেলা বাকি বাংলাদেশের। সেই ম্যাচ জিতলেও সেমিফাইনালে উঠতে পারবে না তারা। বড়দের বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দেওয়ার পর ছোটদের বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। সোমবার সুপার সিক্স পর্বের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল বাংলাদেশের কাছে মরনবাঁচন লড়াই। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৮.১ ওভারে ১৩৬ রানে শেষ হয়ে যায় আজিজুল হাকিমের দলের ইনিংস। ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ছাড়া প্রথম সারির ব্যাটারদের কেউই ২২ গজে দাঁড়াতে পারেননি। তিন নম্বরে নেমে অধিনায়ক আজিজুল ২০ রান করতে খরচ করেন ৪৬ রান। এ ছাড়া কিছুটা লড়াই করেন মহম্মদ আব্দুল্লা (২৫)। গোটা ইনিংসে বলার মতো একটাও জুটি তৈরি করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটারেরা। ইংল্যান্ডের সফলতম বোলার সেবাস্টিয়ান মরগ্যান ২৮ রানে ৩ উইকেট নেন। ১৫ রানে ২ উইকেট রালফি অ্যালবার্টের। ১৮ রানে ২ উইকেট ম্যানি লুমসডেনের।
জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারেই ম্যাচ বের করে নেয় ইংল্যান্ড। ওপেনার জোসেফ মুরস (১) দ্রুত আউট হলেও সমস্যা হয়নি। অন্য ওপেনার বেন ডকিন্সও (২৭) বড় রান পাননি। তিন নম্বরে নেমে বেন মায়েস করেন ৩৪। তবে ব্যাট হাতে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অধিনায়ক থমাস রিউ। ৫০ বলে ৫৯ রানের অপরাজিক ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ২টি ছয়। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন ক্যালেব ফ্যালকনার (অপরাজিত ৯)। বাংলাদেশের আলি ফাহাদ ৩৭ রানে ২ উইকেট নেন।
সুপার সিক্সের দু’নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত এবং ইংল্যান্ড এই পর্ব শুরু করেছে ৪ পয়েন্ট নিয়ে। সুপার সিক্সে প্রতিটি দল অন্য গ্রুপ থেকে আসা দু’টি দলের বিপক্ষে খেলবে। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত বাংলাদেশকে। প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপ থেকে সুপার সিক্সে এসেছে ভারত এবং নিউ জ়িল্যান্ড। ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। নিউ জ়িল্যান্ড ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে তাদের সংগ্রহে শুধু ১ পয়েন্ট। এই নিয়ে টানা তিনটি ছোটদের বিশ্বকাপে সেমিফাইনালের আগেই ছিটকে গেল ২০২০ সালের চ্যাম্পিয়নেরা।
সুপার সিক্সের অন্য ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেল আফগানিস্তান। দু’দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৯৩ রান করে আফগানেরা। জবাবে ৪৬.৫ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান শ্রীলঙ্কার।