Ajinkya Rahane

ব্যক্তিগত কারণে ছুটির আবেদন রাহানের, মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির দু’টি ম্যাচ খেলবেন না

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে হায়দরাবাদ এবং দিল্লির সঙ্গে ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। বিশেষ প্রয়োজনে এই দু’টি ম্যাচ থেকে অব্যাহতি চেয়েছেন অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:১২
picture of cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচ খেলবেন না অজিঙ্ক রাহানে। ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার। সমস্যার কথা জানিয়ে দু’টি ম্যাচের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে অব্যাহতি চেয়েছেন রাহানে।

Advertisement

গ্রুপ পর্বে মুম্বইয়ের শেষ দু’টি ম্যাচ রয়েছে হায়দরাবাদ এবং দিল্লির বিরুদ্ধে। ২২ থেকে ২৫ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের সঙ্গে খেলবে মুম্বই। এর পর ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে খেলা ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি। এই দু’ম্যাচে রাহানেকে ছাড়াই খেলতে হবে মুম্বইকে।

এমসিএ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বের জন্য দল নির্বাচন করা হবে। এই পর্বের দু’টি ম্যাচে আমরা রাহানেকে পাব না।’’ ঠিক কী কারণে রাহানে খেলতে পারবেন না, তা জানা যায়নি।

গত বারের মতো এ বারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবেন রাহানে। সম্ভবত তিনিই নেতৃত্ব দেবেন শাহরুখ খানের দলকে। গত বছর রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রাহানে। এ বছর আর নেতৃত্বের দায়িত্ব নিতে চাননি। শুধু ব্যাটার হিসাবে খেলতে চেয়েছেন।

Advertisement
আরও পড়ুন