India Vs New Zealand

ভারতের ম্যাচ ফিরছে কেরলে, নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ের ম্যাচ ছোট শহরে করার ভাবনা বোর্ডের

আগামী বছর জানুয়ারিতে ভারতে সাদা বলের সিরিজ়‌ খেলতে আসবে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচগুলি ছোট ছোট শহরে দেওয়ার ভাবনাচিন্তা করছে বোর্ড। অর্থাৎ কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো বড় শহর ম্যাচ পাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৯:১৯
cricket

তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়াম। ছবি: সমাজমাধ্যম।

আগামী বছর জানুয়ারিতে ভারতে সাদা বলের সিরিজ়‌ খেলতে আসবে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচগুলি ছোট ছোট শহরে দেওয়ার ভাবনাচিন্তা করছে বোর্ড। অর্থাৎ কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলি ম্যাচ পাচ্ছে না।

Advertisement

আপাতত যা ঠিক হয়েছে, তাতে জয়পুর, মোহালি, ইনদওর, রাজকোট, গুয়াহাটি, তিরুঅনন্তপুরম এবং নাগপুরে ম্যাচ হতে পারে। আরও কিছু মাঠ নিয়ে ভাবা হচ্ছে। তবে কোনওটিই চূড়ান্ত হয়নি। আগামী বছরের শুরুতে ভারতে আসবে নিউ জ়‌িল্যান্ড। শনিবার বোর্ডের অ্যাপেক্স কমিটির ভার্চুয়াল বৈঠকে সূচি চূড়ান্ত হয়ে যাবে।

দেশের মাটিতে ভারতের যাত্রা শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ দিয়ে, যা হবে অহমদাবাদ এবং দিল্লিতে। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ় রয়েছে। দু’টি টেস্ট (কলকাতা এবং গুয়াহাটি), তিনটি এক দিনের ম্যাচ (রাঁচী, রায়পুর এবং বিশাখাপত্তনম) এবং চারটি টি-টোয়েন্টি (কটক, মুল্লানপুর, ধরমশালা এবং লখনউ) খেলা হবে। নভেম্বর-ডিসেম্বরে এই সিরি‌জ় চলবে।

এর মাঝে অস্ট্রেলিয়া সফরও রয়েছে। ১৯ অক্টোবর এবং ৮ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর এশিয়া কাপ রয়েছে। তার পরে আইপিএল।

Advertisement
আরও পড়ুন