ইডেনে দুই দলের কর্তাদের হাতাহাতি। ছবি: সংগৃহীত।
বাংলার ক্রিকেটে বিতর্ক থামা তো দূরের কথা, ক্রমশ বাড়ছে। ইডেনে প্রথম ডিভিশন লিগের ফাইনালের পঞ্চম তথা শেষ দিন হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গল ও ভবানীপুরের কর্মকর্তারা। মাঠে পুলিশ ডাকতে হয়।
ভবানীপুরের ৬ উইকেটে ৬৪৩ রানের জবাবে ইস্টবেঙ্গল যখন ৮ উইকেটে ২৪৩, তখন বৃষ্টি নামে। ম্যাচ বন্ধ হয়ে যায়। ভবানীপুর শিবিরের দাবি, সামান্য বৃষ্টি শুরু হতেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। তখন ম্যাচ বন্ধ না করে আরও খানিকক্ষণ খেলা চালানো যেত।
সেই সময় ভবানীপুর সুবিধাজনক জায়গায় ছিল। কারণ আর ২ উইকেট তুলে নিতে পারলেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত তারা। ফলে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ভবানীপুরের ক্ষোভ তৈরি হয়।
ঘটনার সূত্রপাত ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ঠিক পরে। ইস্টবেঙ্গলের দুই অপরাজিত ব্যাটার ঋত্বিক চট্টোপাধ্যায় ও কণিষ্ক শেঠ মাঠ ছেড়ে বেরেনোর সময় ভবানীপুরের শাকিরের সঙ্গে বচসা শুরু হয়। এর পর ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের কর্তারা। দুই দলের মধ্যে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ।
সিএবি-র কর্তারা মাঠে নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নীতীশ রঞ্জন দত্ত, ট্যুর, ফিক্সচার ও টেকনিক্যাল কমিটির প্রধান সঞ্জয় দাস, মেডিক্যাল কমিটির প্রধান প্রদীপ দাস ছিলেন মধ্যস্থতা করার জন্য। কিন্তু দুই শিবিরকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি।