Pakistan Cricketer Penalised

ইমরানকে সমর্থন! পাকিস্তান বোর্ডের শাস্তির মুখে ক্রিকেটার, সাজা আরও চার জনকে

খেলা চলাকালীন মাঠের মধ্যে রাজনৈতিক বার্তা দেওয়ার শাস্তি পেতে হল পাকিস্তানের এক ক্রিকেটারকে। তাঁকে আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১১:০১
cricket

ইমরান খান। —ফাইল চিত্র।

মাঠে খেলা চলাকালীন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করেছিলেন ক্রিকেটার আমির জামাল। সেই সমর্থনকে রাজনৈতির বার্তা হিসেবে ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে জামালকে শাস্তি দিয়েছে তারা। শাস্তি পেতে হয়েছে আরও চার ক্রিকেটারকে। তবে তাঁদের ক্ষেত্রে কারণ আলাদা।

Advertisement

গত বছর অক্টোবর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে দলে ছিলেন জামাল। খেলা চলাকালীন জামাল যে টুপি পরেছিলেন তাতে লেখা ছিল ‘৮০৪’। আপাতত জেলবন্দি ইমরান। জেলে তাঁর ব্যাজ নম্বর ৮০৪। পাকিস্তান ক্রিকেট বোর্ড মনে করেছে, এই নম্বর লেখা টুপি পরে ইমরানকে সমর্থন করেছেন জামাল। সেই কারণে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।

তবে প্রশ্ন উঠছে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব নিয়ে। যখন এই ঘটনা ঘটেছিল, তখন কেন শাস্তি দেওয়া হয়নি জামালক? কেন এত দিন সময় লাগল? তবে কি এই পদক্ষেপের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে?

পাশাপাশি পাকিস্তানের আরও চার ক্রিকেটার সলমন আলি আঘা, সাইম আয়ুব, আবদুল্লা শফিক ও আব্বাস আফ্রিদিকে দেড় লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে দেরি করে হোটেলে ঢোকায় এই শাস্তি দেওয়া হয়েছে তাঁদের। আঘাকে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়ককেই শাস্তি পেতে হয়েছে।

সময়টা ভাল যাচ্ছে না পাকিস্তানের ক্রিকেট দলের। দেশের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সকলের আগে বিদায় নিয়েছে তারা। নিউ জ়িল্যান্ড ও ভারতের কাছে হারতে হয়েছে। বাংলাদেশ ম্যাচ ভেস্তে গিয়েছে। অর্থাৎ, একটি ম্যাচও জিততে পারেননি বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানেরা। তার পরেই টি২০ দল থেকে বাবর, রিজ়ওয়ানদের বাদ দেওয়া হয়েছে। বেশ কয়েক জন নতুন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তরুণদের সেই দলও নিউ জ়িল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে।

Advertisement
আরও পড়ুন