ICC Warns Suryakumar Yadav

‘রাজনৈতিক মন্তব্য করা যাবে না’, পহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করায় সূর্যকে হুঁশিয়ারি আইসিসি-র!

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই অভিযোগের শুনানিতে ভারত অধিনায়ককে হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৬
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

পাকিস্তানের অভিযোগকে কি মান্যতা দিল আইসিসি? ভারত-পাকিস্তান ম্যাচের পর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন ভারত অধিনায়ক। সূর্যের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই অভিযোগের শুনানিতে ভারত অধিনায়ককে হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement

এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি আইসিসি। শুক্রবার এই ঘটনার রায় জানানোর কথা। তবে সূত্রের খবর, সূর্যকে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ করেছে আইসিসি। শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই সূর্যকে নিয়ে রায় জানাতে পারে আইসিসি। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হতে পারে। একটি ডি-মেরিট পয়েন্টও পেতে পারেন ভারত অধিনায়ক।

আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তাঁর নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। সূর্য জানিয়েছেন, তিনি কোনও অপরাধ করেননি। এ বার বাকিটা রিচার্ডসনের হাতে। সূর্যের পর এ বার পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজ়াদা ফারহানও রিচার্ডসনের সামনে হাজিরা দেবেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সুপার ফোরের ম্যাচে রউফ এবং ফারহানের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই। অর্ধশতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়েছিল। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তা হলে শুনানি হবে। সেখানে আইসিসি-র এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের।

পাল্টা হিসাবে পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমারের বিরুদ্ধে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পিসিবি-র মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। এখন দেখার, রিচার্ডসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।

Advertisement
আরও পড়ুন