India Vs New Zealand

দেশের জার্সিতে ফেরার আগে নতুন বিপদ, বিমানবন্দরে কুকুরের কামড় থেকে কোনও রকমে রক্ষা শ্রেয়সের

আর একটু হলেই আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন পিছিয়ে যেতে পারত। বডোদরা বিমানবন্দরে ভক্তের আবদার রাখতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন ভারতীয় দলের ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৫২
picture of cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন শ্রেয়স আয়ার। বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে রানও পেয়েছেন। অধিনায়ক শুভমন গিলের অফ ফর্মের সময় সহ-অধিনায়কের ফর্ম ভরসা দিচ্ছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। আর একটু হলেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে বড় বিপদে পড়তেন শ্রেয়স।

Advertisement

বিমানবন্দরে কুকুরের কামড় খাচ্ছিলেন শ্রেয়স। বিজয় হজারে ট্রফি খেলে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রেয়স। বডোদরা বিমানবন্দরে গাড়িতে ওঠার সময় একটি ছোট মেয়ে শ্রেয়সের সই চায়। তাকে সই দেওয়ার পর আর এক ভক্ত এগিয়ে আসেন। সেই ভক্তের কোলে ছিল তাঁর পোষ্যটি। তিনি শ্রেয়সকে বলেন, ‘‘আপনার ভক্ত আপনাকে দেখতে এসেছে। কুকুর শ্রেয়সের প্রিয়। ক্রিকেটারের বাড়িতেও কুকুর রয়েছে। শ্রেয়স সাদা পোষ্যটিকে আদর করতে যান। তবে সে নিজের প্রভুর মতো ভক্তি দেখায়নি শ্রেয়সের প্রতি। শ্রেয়স আদর করতে গেলে, তাঁর হাতে কামড়াতে যায় সে। বিপদ অবশ্য কিছু হয়নি। সময় মতো হাত সরিয়ে নেওয়ায় রক্ষা পেয়েছেন শ্রেয়স। ওই ভক্তও সঙ্গে সঙ্গে কুকুরটিকে নিয়ে পিছনে সরে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার আড়াই মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন শ্রেয়স। কুকুরটি কামড়ে দিলে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগে বড় বিপদ হতে পারত শ্রেয়সের।

Advertisement
আরও পড়ুন