India Vs South Africa 2025

ইনিংসের বিরতিতে কোহলি, খেলা শেষে গম্ভীর! রায়পুরে শতরানের কৃতিত্ব দু’জনকেই দিলেন রুতুরাজ

এক দিনের কেরিয়ারে প্রথম শতরান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। সেই শতরানের কৃতিত্ব কোচ গৌতম গম্ভীর ও সতীর্থ বিরাট কোহলি, দু’জনকেই দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮
cricket

রায়পুরে শতরানের পর রুতুরাজ গায়কোয়াড়। ছবি: পিটিআই।

সতীর্থ বিরাট কোহলির পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের অবদানও ভুলছেন না রুতুরাজ গায়কোয়াড়। রায়পুরে এক দিনের কেরিয়ারের প্রথম শতরান করেছেন রুতুরাজ। এই শতরানের কৃতিত্ব গম্ভীর ও কোহলিকে দিয়েছেন তিনি। তাঁর মতে, দু’জন না থাকলে এত ভাল ইনিংস খেলতে পারতেন না তিনি।

Advertisement

ইনিংসের বিরতিতে কোহলির কথা বলেছিলেন রুতুরাজ। তিনি যখন শতরান করেন তখন অপর প্রান্তে ছিলেন কোহলি। দুই ব্যাটারের মধ্যে ১৯৫ রানের জুটিও হয়। রুতুরাজ বলেন, “বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার অনেক দিনের স্বপ্ন ছিল। সেটা সত্যি হল। আমাদের জুটিটাও ভাল হয়েছে। বিরাট ভাই অনেক সাহায্য করেছে ব্যাট করার সময়। ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগানোর পরামর্শ পেয়েছি। কে কেমন বল করে, কোন লেংথে বল করে, কার বল কী ভাবে সামলাতে হবে — এমন সব গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। খুবই উপকৃত হয়েছি।’’

ম্যাচ শেষে কোচের কথা বলেছেন রুতুরাজ। রাঁচীতে ব্যর্থ হওয়ার পরেও তিনি জানতেন যে রায়পুরে প্রথম একাদশে খেলবেন। তাতে আত্মবিশ্বাস বেড়েছে তাঁর। রুতুরাজ বলেন, “গৌতি ভাই আমাকে বলেছিল, এই সিরিজ়ে আমি চার নম্বরে ব্যাট করব। এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। কোচ ভরসা দেখিয়েছে। এই ভরসাই তো ক্রিকেটারেরা চায়। গৌতি ভাই আমার উপর ভরসা রেখেছে বলেই সফল হয়েছি। পরের ম্যাচেও ভাল খেলতে চাই। গৌতি ভাই আমাকে স্বাভাবিক খেলা খেলতে বলেছে। সেটাই করার চেষ্টা করছি।”

এক দিনের ক্রিকেটে তিনি ধরে খেলার চেষ্টা করেন বলে জানিয়েছেন রতুরাজ। বরাবরই একই মানসিকতা নিয়ে খেলেন তিনি। ভারতীয় ব্যাটার বলেন, “এক দিনের ক্রিকেটে আমি বরাবরই শুরুতে সময় নিই। ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলার লক্ষ্য নিয়ে নামি। তাই শুরুতে ১০-১৫ বল ধরে খেলি। তবে চার নম্বরে খেলা কঠিন। এই সিরিজ়ে সেটাই করছি। চ্যালেঞ্জটা নিতে ভাল লাগছে।”

ভারত ‘এ’ দলের হয়ে ভাল খেলেছেন রুতুরাজ। সেই কারণে এই সিরিজ়ে জায়গা পেয়েছেন। শুভমন গিল ও শ্রেয়স আয়ার না খেলায় প্রথম একাদশে সুযোগও পেয়েছেন। রাঁচীতে রান না পেলেও রায়পুরে পেয়েছেন। বিশাখাপত্তনমে আরও একটি সুযোগ পাবেন রুতুরাজ। সেখানেও বড় রান করে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে চাইছেন রুতুরাজ। আর সেই কাজে তাঁর ভরসা কোহলি ও গম্ভীরের পরামর্শ।

Advertisement
আরও পড়ুন