India VS England Test Series

বল ১০০ শতাংশ সুইং করেছে, কিন্তু ভাল খেলতেই হবে, এই ইচ্ছাটা আমার ছিল: যশস্বী

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি জানিয়েছেন, মনের জোরে ভর করে এই ইনিংস খেলতে পেরেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০০:০৮
যশস্বী জয়সওয়াল।

যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।

বল সুইং করছিল। বেশ কিছু বল ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু হাল ছাড়েননি যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছেন তিনি। দিনের খেলা শেষে যশস্বী জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে মনের জোরে ভর করে এই ইনিংস খেলেছেন তিনি।

Advertisement

প্রথম দিনের খেলা শেষে যশস্বী বলেন, “খুব ভাল লাগছে। একটা গোটা দিন আমরা দাপট দেখিয়েছি। ইংল্যান্ডের গ্রীষ্ম উপভোগ করেছি। শুরুটা ভাল হওয়া খুব দরকার ছিল।”

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর বেশ কয়েক দিন আগে সে দেশে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ১০ দিনের প্রস্তুতি শিবির করেছিল তারা। সেই প্রস্তুতি কাজে লেগেছে বলে জানিয়েছেন যশস্বী। ভারতীয় ব্যাটার বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভাল ছিল। নেটে ভাল ভাবে অনুশীলন করেছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি। তাই চাপ কম ছিল। বল দেখে খেলেছি। অপেক্ষা করেছি। খারাপ বলে মেরেছি।”

১৫৯ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন যশস্বী। তবে তাতে বাউন্ডারির ভূমিকা অনেকটাই। ইনিংসে ১৬ চার ও একটা ছক্কা মেরেছেন যশস্বী। অর্থাৎ, ১৭ বলে ৭০ রান করেছেন তিনি। বাকি ১৪২ বলে করেছেন মাত্র ৩১ রান। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, খারাপ বল কী ভাবে কাজে লাগিয়েছেন যশস্বী।

শুরুতে রান করতে সমস্যা হচ্ছিল। বল সুইং করছিল। নিজের স্বাভাবিক খেলা থেকে সরে আসেন যশস্বী। তাড়াহুড়ো করেননি। ধৈর্য ধরে অপেক্ষা করেছেন খারাপ বলের। একটা পরীক্ষা দিয়েছেন যশস্বী। তাতে লেটার নম্বর পেয়ে পাশ করেছেন ভারতীয় ব্যাটার।

যশস্বী জানিয়েছেন, তাঁর মনের জোর তাঁকে এগিয়ে নিয়ে গিয়েছে। তিনি বলেন, “নিজের উপর বিশ্বাস ছিল। ভাল খেলার ইচ্ছা ছিল। বল ১০০ শতাংশ সুইং করেছে। কিন্তু আমি ধৈর্য হারাইনি। সাবধানে খেলছিলাম। মুহূর্তটা উপভোগ করেছি। তাতেই সফল হয়েছি।”

ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টেই শতরান করেছেন যশস্বী। নজির গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ় ও অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের প্রথম টেস্টে শতরান করেছেন ভারতের ওপেনার। পায়ের টানের ব্যথাও তাঁকে থামাতে পারেনি।

Advertisement
আরও পড়ুন