Virat Kohli

টেস্ট থেকে অবসর নিয়ে বৃন্দাবনে কোহলি, চোখে জল নিয়ে পাশে অনুষ্কা

মঙ্গলবার কোহলিকে দেখা গেল বৃন্দাবনে। সঙ্গে স্ত্রী অনুষ্কা এবং দুই সন্তানও রয়েছেন। তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১২:২৬
Virat Kohli and Anushka Sharma

বৃন্দাবনে অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলি। ছবি: এক্স।

সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। মঙ্গলবার তাঁকে দেখা গেল বৃন্দাবনে। সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানও রয়েছেন। তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন।

Advertisement

মাঝেমধ্যেই কোহলি এবং তাঁর পরিবার বৃন্দাবনে যান। এর আগেও বিভিন্ন ধর্মস্থানে দেখা গিয়েছে তাঁদের। মঙ্গলবার কোহলিকে দেখা যায় সাদা রঙের জামা পরে। তাঁর মুখে ছিল মাস্ক। অনুষ্কার মুখেও মাস্ক ছিল। একটি সাদা গাড়ি করে বৃন্দাবনের রাস্তায় তাঁদের দেখা গিয়েছে।

পরে তাঁদের দেখা যায় আশ্রমে। সেখানে প্রেমানন্দ মহারাজের উপদেশ শোনেন কোহলি এবং অনুষ্কা। সেই সময় অনুষ্কার চোখে জল দেখা যায়। সেখানে কোহলিকে প্রশ্ন করেন প্রেমানন্দ মহারাজ। তিনি জিজ্ঞেস করেন কোহলি খুশি কি না? উত্তরে কোহলি বলেন, “হ্যাঁ”।

২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। ১৪ বছরে ১২৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৯২৩০ রান। ৩০টি শতরানও করেছেন কোহলি। ভারতের অন্যতম সেরা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি এক দিনের ক্রিকেট খেলবেন। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এ বার ছাড়লেন টেস্ট ক্রিকেটও।

এই বছর জানুয়ারিতে বৃন্দাবনে দেখা গিয়েছিল কোহলিদের। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় শেষ করে দেশে ফেরার পর সেখানে গিয়েছিলেন তাঁরা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আরও এক বার সেখানে গেলেন। ১৭ মে থেকে আবার শুরু হবে আইপিএল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে কোহলিকে।

Advertisement
আরও পড়ুন