Yuzvendra Chahal

একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্ত চহল, কয়েক সপ্তাহ ক্রিকেটের বাইরে ভারতীয় স্পিনার

অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন যুজবেন্দ্র চহল। আবার কবে ক্রিকেটে ফিরবেন তা জানাননি তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে ডানহাতি স্পিনারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৬
cricket

যুজবেন্দ্র চহল। —ফাইল চিত্র।

অসুস্থ যুজবেন্দ্র চহল। একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়া হয়েছে তাঁর। অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন চহল। আবার কবে ক্রিকেটে ফিরবেন তা জানাননি তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে ডানহাতি স্পিনারকে।

Advertisement

৩০ নভেম্বর শেষ বার হরিয়ানার হয়ে খেলেছিলেন চহল। তার পর থেকে আর মাঠে দেখা যায়নি তাঁকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেননি চহল। সেখানে ফাইনালে উঠেছে হরিয়ানা। যদিও ফাইনালে ঝাড়খণ্ডের কাছে হারতে হয়েছে তাদের।

মুস্তাক আলির ফাইনালের আগে সমাজমাধ্যমে হরিয়ানাকে শুভেচ্ছা জানিয়েছিলেন চহল। সেখানেই তিনি লেখেন, “আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু ডেঙ্গি ও চিকুনগুনিয়া হয়েছে। ফলে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকেরা বিশ্রাম নিতে বলেছেন। আশা করছি, দ্রুত মাঠে ফিরতে পারব।”

কবে তিনি ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন তা অবশ্য জানাননি চহল। তিনি দ্রুত ফেরার আশ্বাস দিলেও সময় লাগবে। কারণ, একসঙ্গে দু’টি ভাইরাসঘটিত অসুখ হয়েছে তাঁর। ফলে শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে তাঁর।

২০২৩ সালের অগস্ট মাসের পর থেকে আর ভারতীয় দলে দেখা যায়নি চহলকে। ফলে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়েও খেলছেন চহল। আইপিএলেও নিয়মিত তিনি। তার পরেও জাতীয় দলে তাঁর জায়গা হচ্ছে না।

জাতীয় দলে সুযোগ না পেলেও ব্যক্তিগত জীবনের জন্য আলোচনায় রয়েছেন চহল। কয়েক মাস আগে ধনশ্রী বর্মার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তার পরেই আরজে মহওয়াশের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা চলছে। ২৪ ডিসেম্বর থেকে শুরু বিজয় হজারে ট্রফি। সেখানেও চহলের ফেরার সম্ভাবনা কম। এখন দেখার, কবে পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

Advertisement
আরও পড়ুন