IPL 2025 at Eden Gardens

আইপিএলের বাকি ম্যাচের একটাও কি পেল ইডেন? কী জানাল ভারতীয় বোর্ড?

ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে স্থগিত হয়েছিল আইপিএল। সোমবার আবার শুরু করার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তিত সূচিতে আইপিএলের একটাও ম্যাচ কি ইডেন গার্ডেন্সে হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১০
cricket

ইডেন গার্ডেন্স। — ফাইল চিত্র।

ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে ৯ মে স্থগিত করে দেওয়া হয়েছিল আইপিএল। তার ঠিক তিন দিন পরে, সোমবার রাত ১০.২৩ মিনিটে আইপিএল আবার শুরু করার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তিত সূচিতে আইপিএলের একটাও ম্যাচ কি ইডেন গার্ডেন্সে হবে?

Advertisement

আসল সূচি অনুযায়ী, ইডেনে আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হওয়ার কথা ছিল না। কারণ, কলকাতায় গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে গিয়েছে। গত ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধেই কলকাতার শেষ হোম ম্যাচ ছিল। গত বার কেকেআর ট্রফি জেতার সুবাদে এ বছরের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে।

সোমবার বোর্ড যে সূচি ঘোষণা করেছে তাতে প্লে-অফের মাঠগুলির ব্যাপারে কোনও কথা লেখা নেই। পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু পরিষ্কার বলা আছে, প্লে-অফ-সহ ১৭টি ম্যাচই হবে ছ’টি কেন্দ্রে। এই ছ’টি কেন্দ্র বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই এবং অহমদাবাদ। অর্থাৎ, এই তালিকায় কলকাতার নাম নেই। ফলে ইডেনে এই দু’টি ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সূত্রের খবর, ফাইনাল অহমদাবাদ ও প্লে-অফ মুম্বইয়ে হবে।

প্রথমে শোনা গিয়েছিল, পরিবর্তিত সূচিতে আইপিএলের ম্যাচগুলি দক্ষিণ ভারতের তিন শহর হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে হবে। তবে বোর্ড বরাবরই চমক দিতে অভ্যস্ত।

চেন্নাই এবং হায়দরাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি। বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ রয়েছে। কেকেআর (১৭ মে) এবং হায়দরাবাদের (২৩ মে) বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আরসিবি। এ ছাড়া, জয়পুর, দিল্লি, অহমদাবাদ, লখনউ এবং মুম্বইয়ে বাকি ম্যাচগুলি হবে।

জয়পুরে হবে রাজস্থান বনাম পঞ্জাব (১৮ মে), পঞ্জাব বনাম দিল্লি (২৪ মে) এবং পঞ্জাব বনাম মুম্বই (২৬ মে) ম্যাচ।

দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাত (১৮ মে), চেন্নাই বনাম রাজস্থান (২০ মে) এবং হায়দরাবাদ বনাম কলকাতার (২৫ মে) ম্যাচ।

লখনউয়ে হবে লখনউ বনাম হায়দরাবাদ (১৯ মে) এবং লখনউ বনাম বেঙ্গালুরু (২৭ মে) ম্যাচ।

অহমদাবাদে হবে গুজরাত বনাম লখনউ (২২ মে) এবং গুজরাত বনাম চেন্নাই (২৫ মে) ম্যাচ।

Advertisement
আরও পড়ুন