KKR Captain Ajinkya Rahane Record

২২ মার্চ রেকর্ড গড়বেন কেকেআর নেতা রাহানে, ছাপিয়ে যাবেন ধোনি, শ্রেয়সকে

আইপিএলের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে রেকর্ড গড়বেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ছাপিয়ে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি ও শ্রেয়স আয়ারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:৪৯
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচ খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ খেলতে নামলেই রেকর্ড গড়বেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ছাপিয়ে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি ও শ্রেয়স আয়ারকে।

Advertisement

রাহানেই হবেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি তিনটি দলকে আইপিএলে নেতৃত্ব দেবেন। শুরুটা হয়েছিল ২০১৭ সালে। সে বার রাইজ়িং পুণে সুপারজায়ান্টের অধিনায়ক স্টিভ স্মিথ একটি ম্যাচ খেলতে না পারায় অধিনায়কত্ব করেছিলেন রাহানে। পরে ২০১৮ সালে স্মিথ ও রাহানে দু’জনকেই কিনেছিল রাজস্থান রয়্যালস। স্মিথকে অধিনায়ক করেছিল তারা। কিন্তু ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে দোষী প্রমাণিত হওয়ায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল স্মিথকে। ফলে রাহানেকে অধিনায়ক করে রাজস্থান। পরের বার স্মিথ ফিরে এলে আবার তাঁকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সে বারও মরসুমের মাঝপথে স্মিথ দেশে ফিরে যান। ফলে আবার নেতৃত্বের দায়িত্ব নেন রাহানে।

এ বার নিলামে কেকেআর কিনেছে রাহানেকে। প্রথমে মনে করা হয়েছিল বেঙ্কটেশ আয়ার অধিনায়ক হবেন। কিন্তু ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটারের বদলে দেড় কোটির রাহানের উপর ভরসা দেখিয়েছেন নাইট ম্যানেজমেন্ট। ফলে এ বার তৃতীয় একটি দলের নেতৃত্ব দেবেন রাহানে।

ভারতের দুই ক্রিকেটার আইপিএলে দু’টি দলের নেতৃত্ব দিয়েছেন। ধোনি ও শ্রেয়স। ধোনি চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রাইজ়িং পুণে সুপারজায়ান্টের অধিনায়ক ছিলেন। আর শ্রেয়স দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের অধিনায়কত্ব করেছেন। গত মরসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। ফলে এ বার বাড়তি চাপ থাকবে রাহানের কাঁধে।

আইপিএল আরও তিন ক্রিকেটার রয়েছেন যাঁরা তিনটি দলের অধিনায়ক হয়েছেন। তবে তিন জনই বিদেশি। মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গকারা ও স্মিথ আইপিএলে তিনটি আলাদা দলের নেতৃত্ব দিয়েছেন। সেই তালিকায় প্রথম ভারতীয় হিসেবে ঢুকবেন রাহানে।

Advertisement
আরও পড়ুন