IPL 2025

মুম্বইয়ের ফ্ল্যাটের মতো মহার্ঘ বুমরাহ! গুজরাতকে হারিয়ে ভারতীয় পেসারে মুগ্ধ হার্দিক

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বুমরাহ ম্যাচে ফেরান দলকে। সেই বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পাণ্ড্য। অধিনায়কের কাছে বুমরাহ মহার্ঘ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১২:০৯
Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

জসপ্রীত বুমরাহের দাপট দেখছে আইপিএল। ভারতীয় পেসার একের পর এক ম্যাচে দলকে জেতাচ্ছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছেন দলকে। সেই বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পাণ্ড্য। অধিনায়কের কাছে বুমরাহ মহার্ঘ।

Advertisement

শুক্রবার প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স তুলেছিল ২২৮ রান। জবাবে গুজরাত শেষ হয়ে গিয়েছিল ২০৮ রানে। যে ম্যাচে দুই দল মিলে ৪০ ওভারে ৪৩৬ রান তুলেছিল, সেই ম্যাচে বুমরাহ ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়েছিলেন। তাঁর এই বোলিং বিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল। সেই বুমরাহকে মহার্ঘ বললেন হার্দিক। গুজরাতকে হারিয়ে তিনি বলেন, “মুম্বইয়ে ফ্ল্যাটের দাম যেমন, বুমরাহ তেমনই মহার্ঘ। এমন একজন বোলারকে দলে পাওয়া যে কোনও অধিনায়কের কাছে ভাল দিক। আমি স্কোরবোর্ডের দিকে নজর রেখেছিলাম। বুঝতে পারছিলাম রান আটকাতে হবে। সেই সময় বুমরাহকে বল করতে আনি, ও ফারাক গড়ে দেয়।”

বুমরাহ দলে থাকলে নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায় বলে মনে করেন হার্দিক। তিনি বলেন, “বুমরাহ থাকলে নেতৃত্ব দেওয়া খুব সহজ হয়ে যায়। কখনও চিন্তা থাকে না। যখনই মনে হবে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই বুমরাহকে ডেকে নাও।”

শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। তাঁর দল ২২৮ রান তুলেছিল। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ৮১ রান করেছিলেন। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। মুম্বইয়ের রান তাড়া করতে নেমে গুজরাতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২০৮ রানে। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টদের দাপটে জয় অধরা থেকে গিয়েছে শুভমনদের। এ বারের আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন তাঁরা। কোয়ার্টার ফাইনালে মুম্বই খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন