India vs South Africa 2025

কোহলির আগে শতরানে পৌঁছোনো রুতুরাজও বলে দিলেন, বিরাটকে চাই

দু’বছর পর এক দিনের দলে ফেরার পর প্রথম ম্যাচে সাফল্য পাননি রুতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় ম্যাচেই তাঁর ব্যাট থেকে এল শতরান। তবে তিনি বেশি উচ্ছ্বসিত বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে পেরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১
picture of cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড় (ডান দিকে)। ছবি: পিটিআই।

দু’বছর পর এক দিনের দলে ফিরে প্রথম ম্যাচে রান পাননি রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই শতরান এল তাঁর ব্যাট থেকে। এক দিনের ক্রিকেটে প্রথম শতরান করে উচ্ছ্বসিত ২৮ বছরের ব্যাটার। মহেন্দ্র সিংহ ধোনির আইপিএল অধিনায়ক বেশি আপ্লুত বিরাট কোহলির সঙ্গে ২২ গজ ভাগ করে নিতে পেরে।

Advertisement

কোহলির সঙ্গে ব্যাট করলেন। ১৯৫ রানের জুটিও হল। কেমন অভিজ্ঞতা হল? রায়পুরে ভারতের ইনিংস শেষ হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলে উচ্ছ্বসিত রুতুরাজ বলেছেন, ‘‘বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার অনেক দিনের স্বপ্ন ছিল। সেটা সত্যি হল। আমাদের জুটিটাও ভাল হয়েছে। বিরাট ভাই অনেক সাহায্য করেছে ব্যাট করার সময়। ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগানোর পরামর্শ পেয়েছি। কে কেমন বল করে, কোন লেংথে বল করে, কার বল কী ভাবে সামলাতে হবে — এমন সব গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। খুবই উপকৃত হয়েছি।’’

অষ্টম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতরান করলেন রুতুরাজ। তিনি বলেন, ‘‘আগের ম্যাচে ভাল ব্যাট করতে পারিনি। এখানকার পিচ বেশ ভাল। এই ধরনের পরিস্থিতিও আমার পছন্দ। রান করতে সমস্যা হয়নি। আগের ম্যাচে রান না পাওয়ার পর ভাল খেলতে পেরে ভাল লাগছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘দশম ওভারে ব্যাট করতে নামি। তখন পাওয়া প্লে শেষের দিকে। ৪-৫ ওভারের পুরনো বল পেয়েছি। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার কথা ভেবেছিলাম। ১৫ ওভার পর্যন্ত একটি কঠিন ছিল পরিস্থিতি। সে সময় স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেছি। পিচে দু’রকম গতি ছিল। তার পর ঠিক হয়ে যায়। ব্যাট করতে সমস্যা হয়নি।’’

রুতুরাজ জানিয়েছেন, কোহলি এবং তিনি ৫ ওভার করে পরিকল্পনা করে এগিয়েছেন। তাঁদের লক্ষ্য ছিল, দলকে ৩৫০ রানের কাছাকাছি পৌঁছোনোর মতো জায়গায় নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে সফল হয়ে স্বস্তি বোধ করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন